
নরসিংদীতে সদর উপজেলার পরিষদ আয়োজনে পাঁচদোনায় স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত উচ্চ বিদ্যালয় মাঠে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
২৫ জানুয়ারি, বুধবার অনুষ্ঠিত ক্রীড়ানুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী মোর্শেদ।
প্রতিযোগিতায় নরসিংদী সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ও ২টি পৌরসভার প্রায় ৩ শতাধিক প্রতিযোগী অংশ গ্রহণ করে। ছেলে এবং মেয়েদের আলাদাভাবে বিভিন্ন প্রতিযোগিতার মধ্যে ১০০ মিটার, ২০০মিটার, ৪০০মিটার, ৮০০মিটার ও ১৫০০ মিটার দৌড় প্রতিযোগিতা, হাই জাম্প, লং জাম্প, ট্রিপল জাম্প, বর্শা নিক্ষেপ, গোলক নিক্ষেপ, চাকতি নিক্ষেপ ও রিলে দৌড়সহ ৩২টি ইভেন্টে তিন শতাধিক খেলোয়াড় অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের পুরস্কার প্রদান করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আফতাব উদ্দিন ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ কফিল উদ্দিন ভূঁইয়া।
এসময় পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাসুম বিল্লাহ, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান, জেলা ক্রীড়া লেখক সমিতির সভাপতি মনজিল এ মিল্লাত প্রমুখ উপস্থিত ছিলেন।
বিবার্তা/কামাল/জামাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]