
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে জিতেই চলেছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। শনিবার মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বসুন্ধরা কিংস ৩-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে। এটি বসুন্ধরা কিংসের ছয় ম্যাচে ষষ্ঠ জয়।
সর্বশেষ তিনবারের চ্যাম্পিয়নরা মৌসুম শুরু করেছিল স্বাধীনতা কাপ চ্যাম্পিয়ন হয়ে। লিগেও তারা এগিয়ে যাচ্ছে দাপটের সঙ্গে। টানা ৬ ম্যাচ জিতে টেবিলের শীর্ষস্থানটি আরো মজবুত করলো অস্কার ব্রুজোনের দল।
ঝড়ের গতিতে শুরু করেছিল বসুন্ধরা কিংস। চতুর্থ মিনিটে রাকিব হেসেনের গোলে এগিয়ে যায় চ্যাম্পিয়নরা। ১১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলের ডরিয়েলটন গোমেজ। ৭০ মিনিটে ইয়াছিন আরাফাত গোল করলে কিংস ৩-০ ব্যবধানের সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে।
এই জয়ের ৬ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান আরও শক্ত করলো কিংস। অন্যদিকে চট্টগাম আবাহনীর এটি ৫ ম্যাচে দ্বিতীয় হার। দুটি ড্র করে ২ পয়েন্ট নিয়ে টেবিলের দশম স্থানে আছে চট্টলার দলটি।
মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও ফর্টিস ফুটবল ক্লাবের মধ্যেকার প্রিমিয়ার লিগের অন্য ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। মুক্তিযোদ্ধার গোল করেছেন তাজ এবং ফর্টিজের গোল করেছেন দানিলো।
বিবার্তা/এমএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]