
ইংল্যান্ডের বাড়িতে দুর্বৃত্তদের হামলার স্বীকার হয়েছে ইংল্যান্ডের স্ট্রাইকার রাহিম স্টার্লিংয়ের পরিবার। গত শনিবার (৩ ডিসেম্বর) রাতে স্টার্লিংয়ের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। হামলার খবর পেয়ে ইংল্যান্ড কোচ সাউথগেটের অনুমতি নিয়ে ইংল্যান্ডে চলে গিয়েছেন স্টার্লিং।
স্টার্লিংয়ের বাসায় যখন দুর্বৃত্তরা হামলা করে সে সময় স্টার্লিংয়ের স্ত্রী ও সন্তানরা বাসায় ছিল। এমন খবর পেয়ে ইংল্যান্ড ক্যাম্প ছেড়ে কোচের অনুমতি নিয়ে নিজ দেশে চলে যান স্টার্লিং। এমনও হতে পারে, বিশ্বকাপে আর খেলবেন না চেলসির এই খেলোয়াড়।
গার্ডিয়ানের খবর অনুযায়ী, ইংল্যান্ড এবং বিশ্বকাপের জন্য রাহিম স্টার্লিং অত্যন্ত প্রতিশ্রুতিবদ্ধ। তার পরিবারের জন্যই তিনি বাড়িতে ফিরে গেছেন। তিনি তার সন্তানদের জন্য চিন্তিত। সাউথগেট, সব সতীর্থ এবং এফএর পূর্ণ সমর্থন থাকায় স্টার্লিং বাড়িতে চলে যাওয়ার কথা জানিয়েছেন। রাহিম কাতারে ফিরে আসবেন কি না, তা এখনও নিশ্চিত না। যদি তার বাড়ির সব পরিস্থিতি অনুকূলে থাকে তবে আবারও ইংল্যান্ডের বিশ্বকাপ ক্যাম্পে যোগ দেবেন ২৭ বছর বয়সী এই খেলোয়াড়।
কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বের তিন ম্যাচেই খেলেছেন রাহিম স্টার্লিং। প্রথম ম্যাচে ইরানের বিপক্ষে একটি গোলও পেয়েছেন তিনি। তবে পরিবারের এমন পরিস্থিতির কারণে কাতার ছেড়ে যাওয়ায় সেনেগালের বিপক্ষে ছিলেন না স্টার্লিং। ফ্রান্সের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচেও তাকে পাওয়া যাবে কিনা তা নিশ্চিত নয়। আগামী শনিবার (১০ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ১টায় মাঠে নামবে ফ্রান্স ও ইংল্যান্ড।
বিবার্তা/এমএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]