
নক আউট স্টেজে যুক্তরাষ্ট্রের বিপক্ষে দারুণ সূচনা পেয়েছে নেদারল্যান্ডস। শেষ ষোলোর প্রথম ম্যাচেই যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নেমেই ১০ মিনিটের মধ্যে গোল আদায় করে নিয়েছে অরেঞ্জ আর্মিরা।
ডাচদের তারকা ফুটবলার মেম্পিস ডিপের গোলে ১০ মিনিটের মধ্যেই ১-০ ব্যবধানের লিড নিয়েছে দলটি।
কাতারের খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে শনিবার (৩ ডিসেম্বর) শেষ ষোলোর ম্যাচ খেলতে নেমে দুই দলই শুরু থেকে কিছুটা ছন্দহীন ফুটবল খেলতে থাকে। যথার্থ আক্রমণ করতে পারছিল না দুই দলের কেউই।
এরইমধ্যে ম্যাচের ১০ মিনিটে দারুণ আক্রমণ থেকেই গোল আদায় করে নেয় ডাচরা। ডানদিক দিয়ে আক্রমণে ওঠা ডাচদের ডেঞ্জেল ডামফ্রাইস দারুণ এক ক্রস করেন। সেখান থেকে জোরালো শটে দলকে এগিয়ে দেন ডিপে।
বিবার্তা/এসএফ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]