
আরও একটি রেকর্ডের অপেক্ষায় লিওনেল মেসি। কাতার বিশ্বকাপে শনিবার শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। কাতারের আহমেদ বিন আলী স্টেডিয়ামে রাত ১টায় ম্যাচটি শুরু হবে।
আজ মাঠে নামলেই নতুন মাইলফলক স্পর্শ করবেন মেসি। পেশাদার ক্যারিয়ারে আজ ১০০০তম ম্যাচ খেলতে নামবেন আর্জেন্টিনার এই সুপারস্টার।
আর্জেন্টিনার জার্সিতে আজ ১৬৯তম ম্যাচ খেলতে নামবেন মেসি। তিনি বার্সেলোনার হয়ে সবচেয়ে বেশি ৭৭৮টি ম্যাচ খেলেছেন। তার বর্তমান ক্লাব প্যারিস সেন্ট জার্মেইতে খেলেছেন ৫৩টি।
মেসিকে ঘিরেই এবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে আর্জেন্টিনা। দ্বিতীয় রাউন্ড তথা শেষ ষোলোতে ওঠা প্রতিটি দলের জন্যই এখন প্রতিটি ম্যাচ অঘোষিত ফাইনালের মতো।
জিতলে কোয়ার্টার ফাইনাল, এরপর সেমিফাইনাল অত:পর ফাইনাল। আর হারলেই বিদায়। এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে পা ফসকে গেলে বিদায় নিশ্চিত হয়ে যাবে। আর যারা নিজেদের সর্বোচ্চ উজাড় করে দিয়ে খেলতে পারবে তারাই টিকে থাকবে।
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]