
৩২ দল নিয়ে শুরু হওয়া কাতার বিশ্বকাপ এখন ১৬ দলের। অঘটন, নাটকীয়তা আর রোমাঞ্চ ছড়িয়ে গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত ফিফা বিশ্বকাপের ২২তম আসরের প্রথম পর্বের খেলা শেষ হয়েছে। হাসি নিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে ব্রাজিল, আর্জেন্টিনাসহ ১৬ দল, জার্মানিসহ বাকি ১৬ দল কান্না করে বিদায় নিয়েছে বিশ্বকাপ থেকে।
মাঝে কোনও বিরতি না রেখেই আজ থেকে শুরু হচ্ছে নকআউট পর্বের খেলা। যেখানে ফাইনালের আগে প্রতিটি ম্যাচই একেকটি ফাইনাল, জিতলে পরের ধাপে, হারলে বিদায়।
আজ প্রথম দিন দুটি ম্যাচ। যেখানে রাত ৯টায় যুক্তরাষ্ট্র নামবে নেদারল্যান্ডসের বিপক্ষে। এর পর টুর্নামেন্টের ফেভারিট আর্জেন্টিনা রাত ১টায় মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার।
নকআউটে ড্র করেও পার পাওয়ার সুযোগ নেই। দুই দলের স্কোর সমান হলে অর্থাৎ ড্র হলে অতিরিক্ত সময় বেঁধে দেয়া হবে, তাতেও যদি ফল না আসে তাহলে টাইব্রেকারে হবে নিষ্পত্তি। সেক্ষেত্রে প্রতি ম্যাচেই বাড়তি নজর থাকবে ফুটবলপ্রেমীদের।
আজ থেকে শুরু হওয়া এই নকআউট পর্ব একটানা ৬ ডিসেম্বর পর্যন্ত চলবে। সব মিলিয়ে এই সময়ে প্রতিদিন দুটি করে মোট ৮ ম্যাচ মাঠে গড়াবে, যেখানে ১৬ দল থেকে বিদায় নেবে ৮ দল। আর কোয়ার্টার ফাইনালের টিকিট পাবে বাকি আটটি।
চলুন দেখে নেয়া যাক শেষ ষোলোর সময়সূচি-
বিবার্তা/বিএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]