
জি গ্রুপের শেষ ম্যাচে ক্যামেরুনের মুখোমুখি ব্রাজিল। প্রথমার্ধে দুই দলের কেউই গোলের দেখা পায়নি। গোল শূন্য ড্র-তে দুই দল বিরতিতে গিয়েছে।
শুক্রবার বাংলাদেশ সময় রাত ১টায় লুসাইল স্টেডিয়ামে এ খেলা শুরু হয়।
বেঞ্চ পরীক্ষা করছেন ব্রাজিল কোচ তিতে। মিলিতাও বাদ বেঞ্চের ১০ ফুটবলারকে নামিয়েছেন শুরুর একাদশে।
আগের ম্যাচে দানিলোর পরিবর্তে মাঠে নামিয়েছিলেন ফ্রেডকে। তাকেসহ ধরলে বলা যায় পুরো একাদশই আজ ক্যামেরুনের বিপক্ষে বদলে ফেলেছেন ব্রাজিল কোচ।
গোলরক্ষকের দায়িত্ব দেয়া হয়েছে এডারসনকে। ডিফেন্সে চারজন। এরাও কম অভিজ্ঞতা সম্পন্ন নয়। সবারই ভালো অভিজ্ঞতা আছে এবং বড় বড় ক্লাবে খেলেন। ব্রেমার, এডার মিলিতাও, অ্যালেক্স টেলেস এবং দানি আলভেজ।
মিডফিল্ডে ক্যাসেমিরোর জায়গায় নামানো হয়েছে রিয়াল তারকা রদ্রিগোকে। আরেক মিডফিল্ডার হলেন ফ্রেড। লুকাস পাকুয়েতার জায়গায় ফ্যাবিনহো। ভিনিসিয়ুস জুনিয়র, রিচার্লিসন কিংবা রাফিনহার জায়গা দেয়া হয়েছে গ্যব্রিয়েল হেসুস, মার্টিনেল্লি এবং অ্যান্টোনিকে।
এর মধ্যে রদ্রিগো, হেসুস এবং অ্যান্টোনিকে নিয়মিতই বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামিয়েছেন কোচ তিতে। আজ রাখলেন সেরা একাদশে। দেখা যাক, ক্যামেরুনের বিপক্ষে কী করতে পারে তিতের রিজার্ভ বেঞ্চ।
প্রসঙ্গতঃ প্রথম দুই ম্যাচ জিতে এরই মধ্যে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে ফেলেছে ব্রাজিল। ক্যামেরুনের বিপক্ষে আজ নিয়মরক্ষার ম্যাচ তাদের।
২০১৪ সালে গ্রুপ ম্যাচে দুই দলের দেখা হয়েছিল। যেখানে নেইমারের জোড়া গোলে ব্রাজিল ৪-১ গোলে জিতেছিল। এবার দলের প্রাণভোমরা নেই, তবে বড় ব্যবধানে জয় নিয়ে গ্রুপ পর্ব শেষ করতে মুখিয়ে ব্রাজিল।
বিবার্তা/বিএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]