
ফের অঘটনের ঘটনা দেখল কাতার বিশ্বকাপ। যেন বিশ্বাস-ই হচ্ছিল না এমন অঘটন! কেউ পতাকায় মুখ লুকায় তো কেউ পাশে থাকা সঙ্গীকে ধরে কাঁদতে চায়! মাত্র কয়েক সেকেন্ডের অপেক্ষা। তাতেই ইতিহাসের পাতায় আটকে যাওয়ার কি সূবর্ণ সুযোগ।
কিন্তু আঁতোয়ান গ্রিজম্যান হৃদয় ভেঙে দিলেন তিউনিশিয়ার সমর্থকদের। ৫৮ মিনিটে ফ্রান্সের জালে বল পাঠিয়ে তিউনিশিয়া উড়ছিল জয়ের সুবাসে। ৯০ মিনিটের খেলা শেষের পর অতিরিক্ত ৮ মিনিটের খেলাও শেষের দ্বারপ্রান্তে। মাত্র ৩০ সেকেন্ড পরই রেফারি বাঁশি বাজাবেন
ঠিক ওই মুহূর্তে গ্রিজম্যান ডানপায়ে জোরালো শট নিয়ে জটলার ভেতরেও বল জালে পাঠালেন। ভাঙল তিউনিশিয়ার রক্ষণদূর্গ। হৃদয় ভেঙে চুরমার খেলোয়াড়দের। দর্শকদের আর্তনাদ কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে।
কিন্তু নাটকের শেষাংশের স্ক্রিপ্ট ভিন্ন কিছু লিখা ছিল। তিউনিশিয়ার সমর্থকদের চোখের জল যেন গ্রহণ করতে পারছিলেন না ফুটবলবিধাতাও। রেফারি দীর্ঘক্ষণ পর ভিডিও অ্যাসিসটেন্ট রেফারির (ভিএআর) সহায়তা নেন। রিপ্লে দেখে নিউজিল্যান্ডের রেফারি ম্যাথু কনগার গ্রিজম্যানের গোল বাতিল করে দেন।
তাতেই জয় নিশ্চিত হয়ে যায় তিউনিশিয়ার। ওয়াহবি খাজিরির একমাত্র গোলে প্রথমবার ফ্রান্সকে হারিয়ে ইতিহাস গড়ল তিউনিশিয়া। এর আগে দুই দল চার মুখোমুখি হলেও তিউনিশিয়া জিততে পারেনি একবারও। একবার ড্র করেছিল। এবার বিশ্বকাপে সেই স্বাদ পূর্ণ হলো তাদের। তবে এ জয়ে তেমন ক্ষতি হয়নি ফ্রান্সের। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোলোতে গেল তারা।
বিবার্তা/বিএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]