
নকআউটে যেতে হলে ইংল্যান্ডের বিপক্ষে অবশ্যই জিততে হবে ওয়েলসকে। অন্যদিকে ইংল্যান্ডের স্থানও নিশ্চিত নয়। ড্র করলেও হয়তো চলবে। তাতেও শঙ্কা থেকে যায়। এ কারণে দুই দলের কাছেই জয় ভিন্ন কোনো কথা নেই।
এই সমীকরণ যখন সামনে, তখন দুই প্রতিবেশির কে বড়, কে ছোট এসব দেখার সময় নেই। দুই দলই প্রথমার্ধে বেশ ভালো খেলেছে। যদিও আক্রমণের ধার ইংল্যান্ডেরই বেশি ছিল। কিন্তু সেটা গোল আদায় করে নেয়ার মত যথেষ্ট ছিল না। যার ফলে প্রথমার্ধ গোলশুন্যই থেকে গেলো।
মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১টায় আল রায়ানের আহমেদ বিন আলী স্টেডিয়ামে ‘লোকাল ডার্বি’ খেলতে নেমেছে বৃহত্তর ব্রিটেনের দুই দেশ।
ওয়েলস (৪-২-৩-১)
ওয়ার্ড, এন উইলিয়ামস, মেফাম, রডন, ডেভিস, আমপাদু, অ্যালেন, বেল, রামসে, জেমস, মুর।
ইংল্যান্ড (৪-১-২-৩)
পিকফোর্ড; ওয়াকার, স্টোনস, ম্যাগুয়ার, শ; রাইস, হেন্ডারসন, বেলিংহাম; ফোডেন, কেন, রাশফোর্ড।
বিবার্তা/বিএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]