
ঘটনাটা গেল রবিবারের। এদিন বিশ্বকাপের ‘এফ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছিল কানাডা ও ক্রোয়েশিয়া। ম্যাচে যদিও ক্রোয়াটরা ৪-১ ব্যবধানে হারায় কানাডাকে। তবে এই ম্যাচে ঘটে যায় অনাকাঙ্খিত এক ঘটনা।
ক্রোয়েশিয়ার সমর্থকরা গ্যালারি থেকে কানাডার গোলরক্ষক মিলান বোরজানকে যাচ্ছেতাই ভাষায় গালমন্দ করে। তার স্ত্রী ও বাপ-মাকে নিয়ে বাজে মন্তব্য করে। তাকে নানাভাবে হেয় এবং অপদস্ত করার চেষ্টা করেন।
মিলান বোরজান জন্মগ্রহণ করেছিলেন ক্রোয়েশিয়ার কিনিনে। কিন্তু ‘অপারেশন স্ট্রাম’-এর সময় তিনি পরিবারসহ কানাডায় পালিয়ে যান। তার পূর্বপুরুষরা ছিল তুরস্কের। এরপর কানাডার হয়ে তিনি খেলেন।
গ্যালারি থেকে তাকে তুর্ক উল্লেখ করে বাজে বাজে মন্তব্য করা হয়। তাকে উস্তাশা বোরজানও বলা হয়।
এপি’র প্রতিবেদন থেকে জানা যায়, এই ঘটনায় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে ফিফার ডিসিপ্লিনারি কমিটি। তবে জানা যায়নি কবে নাগাদ তদন্ত শেষ হবে এবং কি শাস্তি পাবে ক্রোয়েশিয়া ও তার সমর্থকরা।
তবে এই ধরনের ঘটনায় ক্রোয়েশিয়া দোষী সাব্যস্ত হলে নিষেধাজ্ঞাসহ নানামুখী শাস্তি হতে পারে। বিশ্বকাপে নিষিদ্ধ হতে পারেন ক্রোয়াট সমর্থকরা।
বিবার্তা/এমএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]