
লেভানদোভস্কির স্বপ্নপূরণের ম্যাচে সৌদি আরবকে হারাল পোল্যান্ড। কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে শনিবার বিশ্বকাপের ‘সি’ গ্রুপের ম্যাচ শেষে সৌদি আরবের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে পোল্যান্ড। যদিও সৌদি আরব এর আগের ম্যচে মেসিদের বিপক্ষে জয় তুলে নেয়। পোল্যান্ডের কাছে নিজেদের দ্বিতীয় ম্যচে হার দেখল সৌদি আরবের।
প্রথমার্ধে খুব বেশি পরিষ্কার সুযোগ তৈরি করতে পারল না কোনো দলই। দুটি সুযোগের একটি কাজে লাগিয়ে এগিয়ে গেল পোল্যান্ড। পেনাল্টিতে ব্যর্থতায় সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ হাতছাড়া করল সৌদি আরব।
ত্রয়োদশ মিনিটে প্রথম ভালো সুযোগটি পায় সৌদি আরব। ডি-বক্সে সতীর্থের পাস পেয়ে জোরাল শট নেন মোহামেদ কাননো। বল এক হাতে ক্রসবারের ওপর দিয়ে পাঠান গোলরক্ষক ভয়চেখ স্ট্যাসনি।
২৭তম মিনিটে কর্নারে পোল্যান্ডের ক্রিস্টিয়া বেইলিকের হেড ছিল সঠিক পথে, তবে হেডেই গোললাইন থেকে বিপদমুক্ত করেন সৌদি আরবের সালেহ আল-শেহরি।
৩৯তম মিনিটে এগিয়ে যায় পোল্যান্ড। ডান দিক থেকে সতীর্থের পাস করা বল বক্সে পান রবের্ত লেভানদোভস্কি। তবে গোলরক্ষক এগিয়ে আসায় শট নিতে পারেননি তিনি। বাইলাইনের কাছাকাছি থেকে বার্সেলোনা ফরোয়ার্ডের কাটব্যাকে জোরাল শটে বল জালে পাঠান পিওতর জেলিনস্কি।
খানিক পরই ডি-বক্সে পোল্যান্ডের বেইলিকের পায়ে লেগে সৌদি আরবের আল-শেহরি পড়ে গেলে ভিএআরের সাহায্যে পেনাল্টি বাঁশি বাজান রেফারি। স্পট-কিকে সেলিম আল-দাওসারির শট ডান দিকে ঝাঁপিয়ে ঠেকান স্ট্যাসনি। ফিরতি বলে শট নেন মোহাম্মেদ আল-বুরাইক, বল স্ট্যাসনির হাত ছুঁয়ে ক্রসবারের ওপর দিয়ে যায়।
তবে দ্বিতীয়আর্ধে এসে সৌদি আরব তেমন সুযোগ পায় নি। তারপরও চেষ্টার কোনো কমতি ছিল না তাদের। ম্যাচের শেষ দিকে এসে পোল্যান্ড সৌদি আরবের জালে তাদের দ্বিতীয় গোল পাঠায়। পিওতর জেলিনস্কি দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান তাদের রেকর্ড গোলদাতা লেভানদোভস্কি।
কাতার বিশ্বকাপ আসর শুরুর আগে লেভানদোভস্কি বলেছিলেন, বিশ্বকাপে একটি গোল পেলে স্বপ্নপূরণ হবে তার। মেক্সিকোর বিপক্ষে পেনাল্টি মিস করে সুযোগ হারান তিনি। এবার পেলেন কাঙ্ক্ষিত গোল, পাঁচ ম্যাচে প্রথম। দেশের হয়ে তার গোল হলো ৭৭টি। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে পোলিশরা। ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে সৌদি আরব। ১ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে তিনে থাকা মেক্সিকোর বিপক্ষে দিনের শেষ ম্যাচে খেলতে নামবে আর্জেন্টিনা।
বিবার্তা/মাজহারুল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]