
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট খেলছে স্বাগতিক ইংল্যান্ড। ইতোমধ্যে খেলার তিন দিন পার হয়ে গেছে। তবে খেলা চলার মাঝেই করোনা আক্রান্ত হয়ে টেস্ট থেকে ছিটকে গেছেন ইংলিশ ক্রিকেটার এবং উইকেটরক্ষক বেন ফোকস।
হেডিংলি টেস্টের তৃতীয় দিন মাঠে দেখা যায়নি ফোকসকে। এই উইকেটরক্ষকের না খেলা নিয়ে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছিল, পিঠে অস্বস্তিবোধ করায় খেলতে নামতে পারেননি ফোকস। সেদিন বিকেলেই পরবর্তীতে এই ক্রিকেটারের করোনা টেস্ট করানো হয়।
র্যাপিড অ্যান্টিজেনের সেই টেস্টে করোনা পজিটিভ আসে বেন ফোকসের। যার ফলে ম্যাচ থেকেই ছিটকে গেলেন এই ইংলিশ উইকেটরক্ষক। করোনাবিধি অনুযায়ী, ম্যাচ চলাকালে কোনো ক্রিকেটার করোনা পজিটিভ হলে তার বদলে রিপ্লেসমেন্ট নেয়া যাবে।
সে জন্য আজ (২৬ জুন) হেডিংলি টেস্টের চতুর্থ দিন ফোকসের বদলি হিসেবে মাঠে নামছেন আরেক উইকেটরক্ষক ব্যাটসম্যান স্যাম বিলিংস।
বিবার্তা/এমএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]