‘জীবন বাঁচাতে এগিয়ে আসুন’, তামিম-মুশফিক-মিরাজদের আকুতি
প্রকাশ : ০৫ জুন ২০২২, ১৪:১৭
‘জীবন বাঁচাতে এগিয়ে আসুন’, তামিম-মুশফিক-মিরাজদের আকুতি
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় কেড়ে নিয়েছে অনেক তাজা প্রাণ। হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন প্রায় চার শতাধিক মানুষ।


শনিবার (৪ জুন) রাত থেকে সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে এখনো দাউ দাউ করে জ্বলছে আগুন। মর্মান্তিক এই অগ্নিকাণ্ড সাধারণ মানুষের মতো ক্রিকেটাররাও শোকাহত। তাদের অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শোক প্রকাশ করেছেন, কেউ কেউ আবার হতাহতদের জন্য সাহায্য চেয়েছেন।


চট্টগ্রামের ছেলে বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল শনিবার রাতে ফেসবুক পোস্ট দিয়ে লিখেছেন, ‘চট্টগ্রামের স্বেচ্ছাসেবী সংগঠনের সকলকে অনুরোধ করবো চট্টগ্রাম মেডিকেলে অবস্থান করার জন্য। সীতাকুণ্ডের কন্টেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। হতাহতের সংখ্যা অনেক, প্রচুর পরিমাণ রক্তের প্রয়োজন হচ্ছে। দয়া করে যে যেখানে আছেন সাধ্যের মধ্যে থাকলে এক্ষুনি ছুটে যান, আপনার এক ব্যাগ রক্ত হয়তো বাঁচিয়ে দিতে পারে একটি প্রাণ। আপনার পরিচিত রক্তযোদ্ধা বন্ধুদেরও আসার জন্য অনুরোধ করুন। মানুষ মানুষের জন্য।’


বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ফেসবুকে লিখেছেন, জীবন বাঁচাতে এগিয়ে আসুন! চট্টগ্রামের সীতাকুণ্ডের একটি কনটেইনার ডিপোতে ভয়াবহ অ‌গ্নিকাণ্ডে শত শত মানুষ আহত হয়েছেন। অসংখ্য রোগীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের জন্য প্রচুর পরিমাণে রক্তের প্রয়োজন। সকল গ্রুপের রক্ত দরকার হতে পারে, তাই আশেপাশের রক্তদাতা ও স্বেচ্ছাসেবী ভাইয়েরা সম্ভব হলে চট্টগ্রাম মেডিকেলে যান। রক্ত‌ দিন, জীবন বাঁচান! আপনার এক ব্যাগ রক্ত হয়তো বাঁচিয়ে দিতে পারে একটি প্রাণ। সবাই সবার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করুন প্লিজ। আল্লাহ সবাইকে রক্ষা করুন। আমিন।


বাংলাদেশ টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক মুশফিকুর রহিম ফেসবুক পোস্টে লিখেছেন, ‘চট্টগ্রামের খবর শুনে খুবই মর্মাহত। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য প্রার্থনা করছি। শক্ত থাকো, সীতাকুণ্ড। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন।’


এছাড়া সাব্বির রহমান, তাসকিন আহমেদসহ জাতীয় দলের অন্য ক্রিকেটাররাও সামাজিক যোগাযোগ মাধ্যমে সীতাকুণ্ডে হতাহতদের জন্য শোকবার্তা দিয়েছেন।


বিবার্তা/এসএফ


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)

১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,

বাংলামোটর, ঢাকা- ১০০০

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com