শিরোনাম
বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
প্রকাশ : ০২ জুন ২০২২, ১২:২৯
বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
ফাইল ছবি
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে যাচ্ছে বাংলাদেশ দল। তিন বহরে ভাগ হয়ে ৩, ৫ ও ৬ জুন ওয়েস্ট ইন্ডিজে যাবে টাইগাররা।


এই সফরের খসড়া সূচি প্রকাশ করা হয়েছিলো আগেই। বুধবার (১ জুন) রাতে আনুষ্ঠানিক পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে ক্যারিবীয় ক্রিকেট বোর্ড। সময়ের ব্যবধান ১১ ঘণ্টা হওয়ায় পুরো সিরিজই হবে বাংলাদেশ সময় রাতে। বিশেষ করে টি-টোয়েন্টি ম্যাচগুলো হবে রাত সাড়ে ১১টা থেকে।


আগামী ১৬ জুন অ্যান্টিগায় হবে সিরিজের প্রথম টেস্ট। পরে সেন্ট লুসিয়ায় ২৪ জুন থেকে মাঠে গড়াবে দ্বিতীয় টেস্ট। সাদা পোশাকের এই সিরিজের খেলাগুলো হবে বাংলাদেশ সময় রাত ৮টা থেকে। পরে টি-টোয়েন্টি সিরিজের খেলা হবে রাত সাড়ে ১১টা ও ওয়ানডে শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে।


বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরের পূর্ণাঙ্গ সূচি


প্রথম টেস্ট: ১৬-২০ জুন, অ্যান্টিগা, রাত ৮টা
দ্বিতীয় টেস্ট: ২৪-২৮ জুন, সেন্ট লুসিয়া, রাত ৮টা


প্রথম টি-টোয়েন্টি: ২ জুলাই, ডমিনিকা, রাত ১১.৩০ মিনিট
দ্বিতীয় টি-টোয়েন্টি: ৩ জুলাই, ডমিনিকা, রাত ১১.৩০ মিনিট
তৃতীয় টি-টোয়েন্টি: ৭ জুলাই, গায়ানা, রাত ১১.৩০ মিনিট


প্রথম ওয়ানডে: ১০ জুলাই, গায়ানা, সন্ধ্যা ৭.৩০ মিনিট
দ্বিতীয় ওয়ানডে: ১৩ জুলাই, গায়ানা, সন্ধ্যা ৭.৩০ মিনিট
তৃতীয় ওয়ানডে: ১৬ জুলাই, গায়ানা, সন্ধ্যা ৭.৩০ মিনিট


উল্লিখিত সূচি বাংলাদেশ সময় অনুযায়ী


ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশের টেস্ট স্কোয়াড


মুমিনুল হক, তামিম ইকবাল, মাহমুদুল হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, ইয়াসির আলী, নুরুল হাসান, মোসাদ্দেক হোসেন, এবাদত হোসেন, শহীদুল ইসলাম, রেজাউর রহমান রাজা, মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ।


ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড


তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, ইয়াসির আলী চৌধুরী, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, এনামুল হক বিজয়।


ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড


মাহমুদউল্লাহ (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক বিজয়, মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদি হাসান, ইয়াসির আলী চৌধুরী, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শহীদুল ইসলাম, নুরুল হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন।


বিবার্তা/বিএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)

১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,

বাংলামোটর, ঢাকা- ১০০০

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com