
ঢাকা টেস্টে লিটন দাস যখন ব্যাটিংয়ে নামেন তখন ২৪ রানে ৫ উইকেট নেই বাংলাদেশ দলের। মাথার ওপর ইনিংস গড়ার চাপ। সেই চাপ তো জয় করেছেনই, সঙ্গে দায়িত্বশীল ব্যাটিংয়ে নিজের টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। ৯৬ বলে অর্ধশতক পূর্ণ করার পর শতক ছুঁয়েছেন ১৪৯ বলে।
ইনিংসের ৬৩তম ওভারে শ্রীলঙ্কান পেসার আসিথা ফার্নান্দোকে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে পুল করে ১ রান নিতে চেয়েছিলেন তিনি, তখন ৯৬ রানে ব্যাটিং করছিলেন লিটন। তবে সেটি পরে ওভার থ্রোতে ৪ হয়। সব মিলিয়ে ৫ রান পান লিটন। এতেই সেঞ্চুরি পূরণ করেন এই ডানহাতি ব্যাটসম্যান।
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]