
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে মিরপুরে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দল। স্বাগতিক একাদশে আনা হয়েছে দুই পরিবর্তন। শরিফুল ইসলামের বদলে এবাদত হোসেন ও নাঈম হাসানের বদলে খেলছেন মোসাদ্দেক হোসেন।
মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে সোমবার (২৩) সিরিজের দ্বিতীয় টেস্টে সকাল ১০টায় লঙ্কানদের বিপক্ষে মুমিনুল হকের নেতৃত্বে মাঠে নামবে বাংলাদেশ।
চট্টগ্রামে দুই দলের প্রথম টেস্ট ড্র হওয়ায় সিরিজ নির্ধারণী ম্যাচে পরিণত হয়েছে ঢাকা টেস্ট। আর গুরুত্বপূর্ণ ম্যাচটিতে টস জিতে আগে ব্যাটিং করাকেই সমীচীন মনে করেছেন বাংলাদেশ অধিনায়ক।
মিরপুরের স্পিনবান্ধব উইকেটে চতুর্থ ইনিংসে ব্যাটিং করা খুব কঠিন হয়ে যায়, ইতিহাস এমনটাই জানাচ্ছে। সেজন্য আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস, ইয়াসির আলী চৌধুরী, মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলাম, এবাদত হোসেন ও সৈয়দ খালেদ আহমেদ।
শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দীনেশ চান্দিমাল, নিরোশান ডিকওয়েলা, ওশাদা ফার্নান্দো, ধনঞ্জয়া ডি সিলভা, রমেশ মেন্ডিস, প্রবীণ জয়াভিক্রমা, অসিতা ফার্নান্দো এবং কাসুন রাজিথা।
বিবার্তা/বিএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]24.net