
ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন পাকিস্তানের ওপেনার ইমাম-উল-হক। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন টেস্টে ৩৭০ রানের পর তিন ওয়ানডেতে করেন ২৯৮।
২২ গজে বোলাররা ইমামকে বিব্রতকর অবস্থায় ফেলতে না পারলেও কমেডি শোতে তাকে বিব্রতকর অবস্থার মধ্যে ফেললেন এক তরুণী। সম্প্রতি পাকিস্তানের জিও নিউজের কমেডি শো ‘হাসনা মানা হ্যায়’-এর লাইভে ওই নারী ভক্ত ইমাম-উল-হককে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়ে বসেন।
বাঁহাতি ওপেনারকে উদ্দেশ্য করে তরুণী বলেন, আপনি কি আমাকে বিয়ে করবেন?
জবাবে ইমাম বলেন, কী বলা উচিত আমার?
ওই তরুণী তখন বলেন, প্লিজ না বলবেন না, আমি যেকোনো কিছু করতে পারবো।
এবার জবাবে ইমাম বলেন, আপনাকে আমার মায়ের কাছে যেতে হবে।
ইমামের কথা মেনে নিয়ে নিয়ে ওই নারী বলেন, ঠিক আছে, আমি যাব।
দুজনের এমন মজার কথোপকথনে অনুষ্ঠানে উপস্থিত দর্শকরা হাসির পাশাপাশি করতালি দিয়ে স্বাগত জানান তাদের।
তবে এরপর নিজের বিয়ের পরিকল্পনা নিয়ে ইমাম বলেন, ‘আপাতত আমার বিয়ে করার কোনো পরিকল্পনা নেই। হয়তো এখন থেকে বছর দেড়েক পরে আমাকে বিয়ের পিঁড়িতে দেখতে পাবেন। আমার সব মনোযোগ এখন ক্রিকেটে। তবে আগে বাবর আজম (পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক) বিয়ে করুক, তারপর আমি বিয়ের কথা ভেবে দেখবো।’
এবারো দর্শকদের তরফ থেকে হাসির রোল ওঠে। ওই মুহূর্তের ভিডিও এরইমধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। ইমাম-উল-হকের বিয়ের প্রস্তাব পাওয়া ও এরপর তার বুদ্ধিদীপ্ত জবাবের প্রশংসা করছেন অনেকে।
বিবার্তা/এসএফ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]