
বিপিএলের ১১তম ম্যাচে আজ মুখোমুখি সাকিব আল হাসানের ফরচুন বরিশাল ও মুশফিকুর রহিমের খুলনা টাইগার্স। এই ম্যাচে টস ভাগ্য অবশ্য পক্ষ নিলো মুশফিকেরই। খুলনা টাইগার্স অধিনায়ক টসে জিতেই নিয়েছেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে তাদেরই মাটিতে হারিয়ে দারুণভাবেই চট্টগ্রাম পর্ব শুরু করেছে মুশফিকের খুলনা। তবে বিপিএলের দ্বিতীয় পর্বে সাকিবদের ম্যাচ আজই প্রথম। আগের পর্বটা অবশ্য ভালো কাটেনি তাদের, শুরুর ম্যাচে জয়ের পর দুই ম্যাচেই হারের কবলে পড়েছে বরিশাল। ভেন্যু বদলের সঙ্গে সঙ্গে আজ তাই ভাগ্য বদলের লক্ষ্য নিয়েই মাঠে নামছে সাকিবের দল।
ফরচুন বরিশাল: নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, ক্রিস গেইল, ইরফান শুক্কুর, নুরুল হাসান (উইকেটরক্ষক), জিয়াউর রহমান, জেক লিন্টট, মেহেদী হাসান রানা, শফিকুল ইসলাম, মুজিব উর রহমান।
খুলনা টাইগার্স: আন্দ্রে ফ্লেচার, সৌম্য সরকার, রনি তালুকদার, মুশফিকুর রহিম (অধিনায়ক, উইকেটরক্ষক), সেকুগে প্রসন্ন, থিসারা পেরেরা, ইয়াসির আলী, মাহাদী হাসান, ফরহাদ রেজা, কামরুল ইসলাম, শরিফুল্লাহ।
বিবার্তা/জহির
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]