
২০২১ সালটা ক্রিকেটের সবচেয়ে কনিষ্ঠতম ফরম্যাটে স্বপ্নের মতো কাটিয়েছেন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। আর নতুন বছরে এসে মিলেছে তার প্রতিদানও। আইসিসি’র বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের খেতাব জিতেছেন পাকিস্তানের এই ওপেনিং ব্যাটার।
বর্ষসেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে তার সঙ্গে আরো ছিলেন অস্ট্রেলিয়ার মিচেল মার্শ, ইংল্যান্ডের জস বাটলার এবং শ্রীলংকার ওয়াইনিন্দু হাসারাঙ্গা।
ব্যাট হাতে ২০২১ সালে টি-টোয়েন্টি ক্রিকেট শাসন করেছেন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার রিজওয়ান। ২৯ ম্যাচে ৭৩.৬৬ গড়ে রিজওয়ানের সংগ্রহ ১৩২৬ রান। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের স্মরণীয় জয়ে অবদান রাখেন তিনি।
তাছাড়া বছরের শুরুতেই লাহোরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি শতক হাঁকান রিজওয়ান। আর বছর শেষ করেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮৭ রানের ইনিংস খেলে।
টুইটারে রিজওয়ান লিখেছেন,‘আলহামদুলিল্লাহ। ভালোবাসা আর সমর্থনের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সবার প্রতি। ইনশা আল্লাহ, এটি কেবল শুরু। এই খেতাব পাকিস্তান এবং পাকিস্তানি জনগণের জন্য উৎসর্গ করলাম।’
বিবার্তা/এসএফ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]