
রমজান মাসের জন্য পুঁজিবাজারের লেনদেনের সময়সূচি পরিবর্তন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন সূচি অনুযায়ী রমজান মাসে পুঁজিবাজারের লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. রেজাউল করিম।
তিনি বলেন, ২০ মার্চ, সোমবার বিএসইসির পক্ষ থেকে এ সংক্রান্ত একটি চিঠি দুই স্টক এক্সচেঞ্জের এমডিকে পাঠানো হয়েছে।
প্রথম রমজান থেকে সকাল ১০টায় যথারীতি লেনদেন শুরু হবে। বিরতিহীনভাবে লেনদেন শেষ হবে দুপুর একটা বিশ মিনিটে। এরপর আরও দশ মিনিট লেনদেন হবে পোস্ট ক্লোজিং সেশন। সবমিলিয়ে দুপুর দেড়টা পর্যন্ত লেনদেন চলবে।
তবে রমজান মাসের পরে আগের মতো লেনদেন শুরু হবে সকাল ১০টায়। যা শেষ হবে দুপুর আড়াইটায়।
এর আগে রমজান মাসের জন্য ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি পরিবর্তন করেছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন সূচি অনুযায়ী রমজান মাসে লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। আর অফিস চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]