সূচকের উল্টো চিত্রে সপ্তাহ শুরু শেয়ারবাজারে
প্রকাশ : ১২ মার্চ ২০২৩, ১৫:৪৩
সূচকের উল্টো চিত্রে সপ্তাহ শুরু শেয়ারবাজারে
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কর্মদিবসে মূল্য সূচকের পতনে শেষ হয়েছে লেনদেন। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণও কমেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।


আজ ডিএসইতে ৪৩৩ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গেল কর্মদিবস থেকে আজ থেকে ১১২ কোটি ৯ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গেল কর্মদিবসে ডিএসইতে ৫৪৫ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।


শেয়ারবাজার বিশ্লেষণ করে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৩৪ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২২১ পয়েন্টে।


এদিন ডিএসইতে ৩১১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭টির, কমেছে ১৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫৫টির। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসইতে ২০ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।


দর বেড়েছে যেসব কোম্পানির: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৭ টি কো্ম্পানির দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ইউনিলিভার কনজুমার লিমিটেডের। গেল কর্মদিবেস ইউনিলিভার কনজুমার লিমিটেডের ক্লোজিং দর ছিল ২ হাজার ৮৪৯ টাকা। এদিন লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায় ৩ হাজার ৪২৩ টাকা ৭০ পয়সা পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর ৫৭৪ টাকা ৭০ পয়সা বা ২০.১৭ শতাংশ বেড়েছে।


অন্যান্য কোম্পানিগুলো হলো: মুন্নু এগ্রোর ৪.৪৩ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বরের ৪.১৯, আলহাজ টেক্সটাইলের ২.২৪, ফাইন ফুডসের ২.১৪, ইউনিয়ন ইন্সুরেন্সের ২.১৩, ওয়াইম্যাক্সের ১.২০, আইটি কনসালটান্টসের ১.০৯, রংপুর ফাউন্ড্রির ০.৯০ এবং ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ০.৫৯ শতাংশ দর বেড়েছে।


দর কমেছে যেসব কোম্পানির: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৪১টি কোম্পানির দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডেরগেল কর্মদিবসে লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডের ক্লোজিং দর ছিল ৪৯ টাকা ৯০ পয়সা। এদিন লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায় ৪৫ টাকা ৯০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা বা ৮.০১ শতাংশ কমেছে।


অন্যান্য কোম্পানিগুলো হলো: প্রগতি লাইফ ইন্সুরেন্সের ৭.২২ শতাংশ, ডমিনেজ স্টিলের ৬.৭০, ইস্টার্ন হাউজিংয়ের ৬.১৪, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের ৫.৫৫, বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্সের ৪.৯৬, জেএমআই হসপিটালের ৪.৯০, ফরেস্ট ইসলামি লাইফ ইন্সুরেন্সের ৪.৯০, জেনেক্স ইনফোসিসের ৪.৭৩ এবং হাক্কানি পাল্প এন্ড পেপার মিলস লিমিটেডের ৪.৬৭ শতাংশ দর কমেছে।


লেনদেনে এগিয়ে যেসব কোম্পানি: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে জেনেক্স ইনফোসিস লিমিটেড । আজ কোম্পানিটির ৪০ কোটি ৩৫ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সি পার্ল হোটেল। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২২ কোটি ৭২ লাখ ১৪ হাজার টাকার। ২১ কোটি ১৩ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে ইস্টার্ন হাউজিং লিমিটেড লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে।


অন্যান্য কোম্পানিগুলো হলো: রূপালী লাইফ ইন্সুরেন্স, বিডিকম অনলাইন, বাংলাদেশ শিপিং করপোরেশন, আমরা নেটওয়ার্কস, এডিএন টেলিকম, জেমিনি সি ফুড এবং বসুন্ধরা পেপার মিলস লিমিটেড।


বিবার্তা/এমএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com