উল্টো পথে সূচক, গতি বাড়ল লেনদেনে
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৩, ১৫:৫৫
উল্টো পথে সূচক, গতি বাড়ল লেনদেনে
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কর্মদিবসে মূল্য সূচক উল্টো পথে হাঁটলেও লেনদেন বেড়েছে। এদিন বেশিরভাগ কোম্পানির দর অপরিবর্তিত রয়েছে। ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র লক্ষ্য করা গেছে।


৩১ জানুয়ারি, মঙ্গলবার ডিএসই-সিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।


আজ ডিএসইতে ৫৭৩ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ৬৩ কোটি ৬১ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। এর আগের কর্মদিবসে ডিএসইতে ৫০৯ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।


শেয়ারবাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৬৭ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২১৯ পয়েন্টে। এদিন ডিএসইতে ৩২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩১টির, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬১টির। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিচ সূচক সিএএসপিআই ১৯ পয়েন্ট কমেছে। আজ সিএসইতে ১২ কোটি ১১ লাখ ৪২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।


দর পতন: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৩৭টি কোম্পানির দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে সি পার্ল বীচের। গতকাল সি পার্ল বীচের ক্লোজিং দর ছিল ২৮০ টাকা ১০ পয়সা। এদিন লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায় ২৬৩ টাকা ৫০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর ১৬ টাকা ৬০ পয়সা বা ৫.৯২ শতাংশ কমেছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে। অন্যান্য কোম্পানিগুলো হলো: বসুন্ধরা পেপার মিলসের ৪.৭২ শতাংশ, জেএমআই হসপিটালের ৪.৬৯ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৩.৮৩ শতাংশ, সামিট আ্যলায়েন্সের ৩.৩৪ শতাংশ, জেনেক্স ইনফোসিসের ২.৯৮ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ২.৯০ শতাংশ, বিকন ফার্মার ২.৮৯ শতাংশ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ২.৬০ শতাংশ এবং আমারা টেকনোলজিস লিমিটেডের ২.২১ শতাংশ দর কমেছে।


দর বৃদ্ধি: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩১টি কোম্পানির দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে সোনালী আঁশ লিমিটেডের। গতকাল সোনালী আঁশের ক্লোজিং দর ছিল ৩৮৪ টাকা ৬০ পয়সা। এদিন লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায় ৪১০ টাকা ১০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর ২৫ টাকা ৫০ পয়সা বা ৬.৬৩ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে। অন্যান্য কোম্পানিগুলো হলো: ইস্টার্ন লুব্রিকেন্টসের ৪.৪২ শতাংশ, পপুলার লাইফ ইন্সুরেন্সের ৩.৫৫ শতাংশ, অলিম্পিক ইন্ড্রাস্টিজের ২.৬৭ শতাংশ, ওরিয়ন ফার্মার ২.৬৫ শতাংশ, লুব রেফ বাংলাদেশের ২.৫৪ শতাংশ, প্রগতি ইন্সুরেন্সের ১.৮৪ শতাংশ, এডভেন্ট ফার্মার ১.৬৬ শতাংশ, যমুনা অয়েলের ১.৬১ শতাংশ এবং ইস্টার্ন হাউজিং লিমিটেডের ১.৫৯ শতাংশ দর বেড়েছে।


লেনদেনের শীর্ষে: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে জেনেক্স ইনফোসিস লিমিটেড। এদিন কোম্পানিটির ৫৭ কোটি ৯২ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে সি পার্ল বীচ। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৪ কোটি ৩৮ লাখ ৩১ হাজার টাকার। বসুন্ধরা পেপার মিলস ২৮ কোটি ১৬ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে। অন্যান্য কোম্পানিগুলো হলো: রয়েছে ইস্টার্ন হাউজিং, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, আমরা নেটওয়ার্ক, বাংলাদেশ শিপিং করপোরেশন, ওরিয়ন ফার্মা, জেমিনি সি ফুড, এবং মেঘনা লাইফ ইন্সুরেন্স এন্ড কোম্পানি।


বিবার্তা/এমএ


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com