শিরোনাম
ওয়েবসাইট তৈরিতে HTML নিয়ে কিছু কথা
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০১৮, ১২:৫৭
ওয়েবসাইট তৈরিতে HTML নিয়ে কিছু কথা
সৌরভ হোসেন
প্রিন্ট অ-অ+

সবাইকে অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার আজকের HTML নিয়ে আলোচনা পর্ব।


অাজকের পর্বে আমি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করবো HTML, Markup কি, এর Language, HTML দিয়ে Coding করবেন কি দিয়ে এসব বেসিক ধারণা সম্পর্কে।


HTML হল markup ভাষা। Markup বলতে বুঝায় কিছু উপাদান/কোড দ্বারা কিছুকে নির্দিষ্ট/চিহ্নিত (mark) করা।


HTML এর উপাদান হল tag। HTML ডকুমেন্ট এর বিভিন্ন অংশ tag দ্বারা নির্দিষ্ট করে দেয়া হয়। HTML ডকুমেন্ট হল tag এবং লেখার (plane text) সমষ্টি। HTML ডকুমেন্টকে ওয়েব পেজও বলে। ওয়েবসাইটের কাঠামো তৈরি করা হয় এ HTML দিয়ে।


#Markup মানে কি?
Markup মানে কোনো কিছু নির্দিষ্ট করা। Hyper Text বলতে লেখা (text) বুঝায়, এই লেখাকে HTML ভাষা দিয়ে মার্কআপ করা হয়।
যেমন- নিচের প্যারাগ্রাফটি লক্ষ করুন-
Bangladesh
Bangladesh is a beautiful country in South-east Asia. Dhaka is the capital of Bangladesh. It achieved its independence in 1971. Bangladesh is a land of rivers. ..। এখানে Bangladesh কে আমরা বিষয়বস্তু বা ইংরেজিতে heading বলি। তো HTML দিয়ে একে নির্দিষ্ট করা হয় এভাবে-
<h1>bangladesh</h1>


এখানে h1 এর h এসেছে heading থেকে। আর বাকি লেখাগুলো প্যারাগ্রাফ। একে HTML এ নির্দিষ্ট করা হয় এভাবে-
<p>Bangladesh is a beautiful country... </p>


এখানে p এসেছে paragraph থেকে। এরকম করে আমরা ওয়েবসাইটের বিভিন্ন বিষয়বস্তু HTML দিয়ে markup করব এবং ওয়েব ব্রাউজারগুলো এই markup গুলোকে পড়ে বিষয়বস্তু অনুয়ায়ী সেগুলোকে আলাদা করবে ও সাজাবে এবং আমরা যা করতে বলব তা করেবে।


আশা করি hyper text markup language অর্থাৎ HTML টা কি তা পরিষ্কার হয়েছে। উপরের <h1>, <p> এগুলো নিয়ে একটু পরই আলোচনা করছি।



1991 - "First mention of HTML..."
1999 - HTML 4
2014 - HTML 5
HTML ফাইল extension
HTML ডকুমেন্ট ফাইলে extension হিসেবে .html এবং .htm ব্যবহার করা।


Extension হল ফাইলের নামের শেষে ডট (.) যুক্ত অংশ, যা দেখে অপারেটিং সিস্টেম বুঝতে পারে ফাইলটি কি ফাইল।


সফটওয়্যার সম্পর্কিত তথ্য
HTML দিয়ে ওয়েবপেজ বানানো হয়। ওয়েবপেজ ইন্টারনেট Browser সফটওয়্যার (যেমন- Mozilla Firefox, Google Chrome, Internet Explorer (IE) ইত্যাদি) দ্বারা দেখা যায়। এ কাজটিকে Browsing বলা হয়।


HTML দিয়ে Coding করবেন কি দিয়ে?
HTML কোডিং করা যায় বিভিন্ন টেক্স এডিটর দিয়ে। যেমন- নোটপ্যাড ইত্যাদি। তবে বিশেষ কিছু প্রোফেশনাল সফটওয়্যারই আছে HTML দিয়ে কাজ করার জন্য। যেমন- ড্রিমওয়েভার, ব্রাকেটস ইত্যাদি। তবে শেখার জন্য Notepad ই যথেষ্ট।


লেখক : কন্টেন্ট রাইটার, ডিজিটাল স্কিলস ফর বাংলাদেশ গ্রুপ


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com