শিরোনাম
দেশের বাজারে অ্যাডাটার এয়ার কুলিং মেমোরি
প্রকাশ : ০৭ আগস্ট ২০১৮, ১২:৪৩
দেশের বাজারে অ্যাডাটার এয়ার কুলিং মেমোরি
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশের বাজারে বহুমাত্রিক আলোকবর্ণ সম্বলিত ডাবল ডেটা রেইট (ডিডিআর) প্রযুক্তির হাইব্রিড লিকুইড এয়ার কুলিং মেমোরি নিয়ে এলো তাইওয়ানভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাডাটা।


প্রতিষ্ঠানটি জানিয়েছে, এক্সপিজি (এক্সট্রিম পারফর্মেন্স গিয়ার) গেমিং সিরিজের ‘স্পেকট্রিক্স-ডি৮০’ বিশ্বের প্রথম মেমরি মড্যুলটিতে শীতলীকরণ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।


মেমোরি যন্ত্রাংশটি অ্যালুমিনিয়াম তাপসহনশীল কাঠামোতে তৈরি যা প্রিন্টেড সার্কিট বোর্ডে তাপ নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা রাখে বলে দাবি প্রতিষ্ঠানটির। পাশাপাশি লাল, সবুজ এবং নীল রঙয়ের সমন্বয়ে আরজিবি নামক আলোকচ্ছটা এই মাদারবোর্ড প্রযুক্তিকে অনন্য করেছে। এই আলোক প্রযুক্তিকে গ্রাহক নিজেই নিয়ন্ত্রণ করতে পারবেন।


প্রসঙ্গত, এক্সপিজি একটি গেমিং প্রযুক্তি পণ্য সিরিজ; যেটার মাধ্যমে অ্যাডাটা উচ্চ ক্ষমতাসম্পন্ন কম্পিউটার স্মৃতিপণ্য উৎপাদন করছে।


এ সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে www.xpg.com এই ঠিকানায়।


বিবার্তা/উজ্জ্বল/গমেজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com