দুর্দান্ত ক্যামেরার স্মার্টফোন আনল অপো
প্রকাশ : ৩১ জুলাই ২০২৪, ১১:২৪
দুর্দান্ত ক্যামেরার স্মার্টফোন আনল অপো
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক
প্রিন্ট অ-অ+

চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান অপো নতুন ফোন নিয়ে বাজারে হাজির হলো। সম্প্রতি বাজারে এসেছে অপো কে১২এক্স। এটি একটি ৫জি ফোন। এর বিশেষত্ব ক্যামেরায়। দুর্দান্ত ক্যামেরা ফিচার রয়েছে হ্যান্ডসেটটিতে।


আজকাল স্মার্টফোনে অনেকেই ভালো ক্যামেরা চান। সেই চাহিদা মেটাতে হাজির হয়েছে ওপো কে১২এক্স মডেল।


এটি একটি বাজেট-ফ্রেন্ডলি ফোন। এই ফোনে ৫জির পাশাপাশি মিলবে সেরা ক্যামেরা, ফাস্ট চার্জিং এবং ব্যাটারি ব্যাকআপ। কে সিরিজে কোম্পানির এটাই প্রথম ৫জি স্মার্টফোন।


এই ফোনের দুইটি ভ্যারিয়েন্ট লঞ্চ করা হয়েছে বাজারে। একটি ৬ জিবি + ১২৮ জিবি। আর একটি ৮ জিবি + ২৫৬ জিবি। দুটি রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন।


এই ফোনের ডিসপ্লে রয়েছে ৬.৬৭ ইঞ্চি এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট। ডুয়াল পান্ডা গ্লাস সুরক্ষা রয়েছে ফোনে। একাধিক ট্যাব একসঙ্গে ব্যবহার করার জন্য রয়েছে দ্রুত গতির মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর।


এতে ৬ জিবি এবং ৮ জিবি ব়্যাম পাওয়া যাবে। ইন্টার্নাল স্টোরেজ মিলবে সর্বাধিক ২৫৬ জিবি। যা মাইক্রো এসবি কার্ড দিয়ে বাড়াতেও পারবেন। দাম কম হলেও ক্যামেরা রয়েছে ফাটাফাটি। পেছনে ৩২ মেগাপিক্সেল এবং সামনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে। সঙ্গে ২ মেগাপিক্সেলের একটি ডেপ্থ ক্যামেরাও পাওয়া যাবে পেছনে।


স্মার্টফোনে ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে ৫,১০০ এমএএইচ এবং ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং। কানেক্টিভিটির ক্ষেত্রে ৫জি, ৪জি এবং ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট। ধুলো-বালি থেকে রক্ষার জন্য আইপি৫৪ রেটিং রয়েছে স্মার্টফোনে।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com