কোরআনে বর্ণিত কোন ৮ প্রকারের লোক জাকাত পাবে?
প্রকাশ : ২৯ মার্চ ২০২৫, ১০:২১
কোরআনে বর্ণিত কোন ৮ প্রকারের লোক জাকাত পাবে?
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

জাকাত মানে পবিত্রতা ও প্রবৃদ্ধি। জাকাত প্রদানের মাধ্যমে সম্পদ পবিত্র হয়, আত্মা পরিশুদ্ধ হয় এবং সম্পদে বরকত হয়। জাকাত একটি নির্ধারিত ফরজ ইবাদত। জাকাত পার্থিব জীবনে যেমন দারিদ্র্য বিমোচনে সহায়তা করে, তেমনি পরকালের কঠিন দিনে ভয়াবহ শাস্তি থেকে নিরাপদ রাখে।


পবিত্র কোরআনে নামাজের নির্দেশ যেমন ৮২ বার রয়েছে, অনুরূপ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জাকাতের নির্দেশনাও রয়েছে ৮২ বার। ‘জাকাত’ শব্দ দ্বারা ৩০ বার, ‘ইনফাক’ শব্দ দ্বারা ৪৩ বার এবং ‘সদকা’ শব্দ দ্বারা ৯ বার।


ইসলামি পরিভাষায় মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশে ইসলামি শরিয়তে নির্ধারিত পরিমাণ সম্পদের নির্দিষ্ট অংশ কোরআনে বর্ণিত আট প্রকারের কোনো এক প্রকার লোক অথবা প্রত্যেককে দান করে মালিক বানিয়ে দেয়াকে জাকাত বলা হয়।


পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, নিশ্চয় সদাকা হচ্ছে ফকীর ও মিসকীনদের জন্য এবং এতে নিয়োজিত কর্মচারীদের জন্য, আর যাদের অন্তর আকৃষ্ট করতে হয় তাদের জন্য; (তা বণ্টন করা যায়) দাস আজাদ করার ক্ষেত্রে, ঋণগ্রস্তদের মধ্যে, আল্লাহর রাস্তায় এবং মুসাফিরদের মধ্যে। এটি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, আর আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাময়। (সুরা তওবা, আয়াত: ৬০)


জাকাতের অন্যতম উদ্দেশ্য হচ্ছে, ধনী-গরিবের বৈষম্য দূর করা ও ভ্রাতৃত্বের সুদৃঢ় বন্ধন তৈরি করা। আমাদের দেশে দেখা যায়, যারা জাকাত নিচ্ছে তারা প্রতি বছরই জাকাত নিচ্ছে। আর ইসলামের সোনালি যুগে জাকাত নেয়ার মতো লোক খুঁজে পেতে বেগ পেতে হতো। তাদের এমনভাবে জাকাত দেয়া হতো যেন স্বাবলম্বী হয়ে উঠতে পারে। এতে করে এক বছর জাকাত নিয়ে পরের বছর থেকে তিনি নিজেই জাকাত দিতো।


আরও বিস্ময়ের কথা হচ্ছে-- আমাদের দেশে বিভিন্ন দোকানে জাকাতের শাড়ি-লুঙ্গি বিক্রি হয়। অর্থাৎ এ শাড়ি-লুঙ্গিগুলো গুণগত মানে খুবই দুর্বল। ফুকাহায়ে কেরাম বলেন, শাড়ি-লুঙ্গি দিয়ে জাকাত আদায় করলে জাকাত আদায় হবে। তবে জাকাতের উদ্দেশ্য আদায় হবে না। আর এটিও মনে রাখতে হবে, জাকাত একটি ফরজ বিধান। এভাবে শাড়ি-লুঙ্গি দিয়ে জাকাত দিলে রিয়া অর্থাৎ লোক দেখানো আমল হয়ে যায়। এটি সম্পূর্ণ হারাম।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com