রমজানে দোয়া কবুলের ৩ সময়
প্রকাশ : ১৫ মার্চ ২০২৫, ১০:২১
রমজানে দোয়া কবুলের ৩ সময়
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

রমজান ইবাদতের বসন্তকাল। এ সময় সওয়াব অর্জনের মোক্ষম সময়। আর দোয়া হচ্ছে ইবাদতের মূল। এ মাসে দোয়া কবুলের কয়েকটি বিশেষ সময় রয়েছে, যখন দোয়া করলে মহান আল্লাহ কবুল করেন। জেনে নিন রমজানে দোয়া কবুলের ৩ সময়-


ইফতারির সময় দোয়া
রোজাদার ইফতারি সামনে নিয়ে দোয়া করলে মহান আল্লাহ কবুল করেন। হজরত আবু হোরায়রা (রা.) হতে বর্ণিত, রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেন না। ইফতারের সময় রোজাদারের দোয়া, ন্যায়পরায়ণ বাদশাহর দোয়া এবং জালিমের বিপক্ষে মজলুমের দোয়া। (মুসনাদে আহমদ)


সেহরির সময়ে দোয়া


রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ প্রতি রাতের তৃতীয় প্রহরে দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং বলতে থাকেন, কে আছো, আমাকে ডাকবে? আমি তার ডাকে সাড়া দেব। কে আছো, আমার কাছে চাইবে, আমি তাকে দান করব। কে আছো, আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। এভাবে তিনি ফজরের ওয়াক্ত স্পষ্ট হওয়া পর্যন্ত আহ্বান করতে থাকেন। (বুখারি; মুসলিম)


ফজরের পরে দোয়া
রমজানে ফজরের নামাজের পরে অধিকাংশ মানুষ ঘুমিয়ে থাকেন। কিন্তু এ সময় দোয়া করলে তা কবুল হয়।হজরত আবু উমামা (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, একবার রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন সময় দ্রুত দোয়া কবুল হয় মর্মে জিজ্ঞেস করা হলে তিনি উত্তর দেন, রাতের শেষ প্রহর এবং ফজরের পর। (তিরমিজি: ৩৪৯৮ )


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com