দুই অঙ্গের কারণে জাহান্নামে যাবে মানুষ!
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫, ০৯:১২
দুই অঙ্গের কারণে জাহান্নামে যাবে মানুষ!
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

জন্ম নেওয়া প্রতিনিটি প্রাণীকেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এটাই দুনিয়ার রীতি। মৃত্যুর পর তার দুনিয়াবী কর্মের ভিত্তিতে মানুষের স্থান দুই ভাগে ভাগ করা হবে। একটি জান্নাত অপরটি জাহান্নাম। তবে দুনিয়াতে মানুষের দুটি অঙ্গের কারণে জাহান্নামী হবে মানুষ।


হজরত আব্দুল্লাহ ইবনে ওমর (রা.) বলেন, রসুলুল্লাহ (স.) বলেছেন, মারা যাওয়ার পর মৃত ব্যক্তির সামনে তার মূল বাসস্থানকে তুলে ধরা হবে। সে যদি জান্নাতি হয় তবে জান্নাতের বাসস্থান পাবে আর যদি সে জাহান্নামি হয় তবে জাহান্নামের বাসস্থান পাবে। পরে বলা হবে, এই তোমার স্থান। অবশেষে আল্লাহ তাআলা তোমাকে কেয়ামতের দিন উত্থিত করবেন। (তিরমিজী ১০৭২)


তবে দুটি কাজ রয়েছে যার জন্য মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রসুলুল্লাহ (স.)-কে একবার প্রশ্ন করা হলো, কোন কাজটি সবচেয়ে বেশি পরিমাণ মানুষকে জান্নাতে নিয়ে যাবে। জবাবে রসুলুল্লাহ (স.) বললেন, আল্লাহভীতি, সদাচার ও উত্তম চরিত্র। পরে আবারও নবীজিকে প্রশ্ন করা হলো, কোন কাজটি সবচেয়ে বেশি পরিমাণ মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। জবাবে রসুলুল্লাহ (স.) বললেন, মুখ ও লজ্জাস্থান। অর্থাৎ, এই দুই অঙ্গের মাধ্যমে কৃত গুনাহের কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। (তিরমিজি ২০০৪)


অপর হাদিসে এসেছে, সাহল ইবনে সাদ (রা.) বর্ণনা করেন। রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার (সন্তুষ্টির) জন্য তার দুই চোয়ালের মধ্যবর্তী বস্তু (জিহ্বা) এবং দুই রানের মাঝখানের বস্তুর (লজ্জাস্থান) হেফাজত করবে আমি তার জন্য জান্নাতের দায়িত্ব গ্রহণ করি। (বুখারি ৬০৩০)
এ ক্ষেত্রে হাদিস অনুযায়ী, জাহান্নামের অধিকাংশ বাসিন্দা হবে নারী। ইমরান ইবনে হুসাইন (রা.) থেকে বর্ণিত, রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জান্নাতের মধ্যে তাকিয়ে দেখলাম যে, অধিকাংশ জান্নাতবাসী গরিব এবং আমি জাহান্নামের দিকে তাকিয়ে দেখলাম যে, অধিকাংশ জাহান্নামি স্ত্রীলোক। (বুখারি ৬০০৫)
অপর হাদিসে এসেছে, হজরত উসামা ইবনে যায়েদ (রা.) থেকে বর্ণিত। রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আমি জান্নাতের দরজায় দাঁড়ালাম। দেখলাম, অধিকাংশই যারা জান্নাতে প্রবেশ করছে, মিসকিন। আর সম্পদশালীরা বন্দি অবস্থায়। যারা জাহান্নামি তাদের জাহান্নামে নিয়ে যাওয়ার নির্দেশ দেয়া হলো। আমি জাহান্নামের প্রবেশ পথে দাঁড়ালাম। দেখলাম যে, অধিকাংশই যারা জাহান্নামে প্রবেশ করেছে তারা নারী। (মুসলিম ৬৬৮৬)


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com