সিজদা সঠিক নিয়মে না করলে নামাজ হবে না
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৩, ০৮:৪২
সিজদা সঠিক নিয়মে না করলে নামাজ হবে না
ধর্ম ডেস্ক
প্রিন্ট অ-অ+

নামাজের বাহির ও ভেতরে ১৩টি কাজ ফরজ। এর মধ্যে ৭টি কাজ বাহিরে ও ভেতরে ৬টি কাজ ফরজ। নামাজের ভেতরে ফরজ কাজগুলোর মধ্যে একটি হলো সিজদা করা। প্রতি রাকাতে দুইবার সিজদা করা আবশ্যক।


পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন,


یٰۤاَیُّهَا الَّذِیۡنَ اٰمَنُوا ارۡکَعُوۡا وَ اسۡجُدُوۡا وَ اعۡبُدُوۡا رَبَّکُمۡ وَ افۡعَلُوا الۡخَیۡرَ لَعَلَّکُمۡ تُفۡلِحُوۡنَ


হে মুমিনগণ! তোমরা রুকূ কর, সিজদা কর এবং তোমাদের রবের ইবাদত কর ও সৎকাজ কর, যাতে তোমরা সফলকাম হতে পার। (সূরা হজ, (২২), আয়াত, ৭৭)


নামাজের সিজদা করার সঠিক নিয়ম রয়েছে। সঠিক নিয়মে সিজদা না করলে নামাজ হবে না। এজন্য সিজাদার সঠিক নিয়ম জেনে নেওয়া আবশ্যক। সিজদা করার সঠিক নিয়ম সম্পর্কে ইসলামি আইন ও ফেকাহশাস্ত্রবিদেরা বলেন-


নামাজে সেজদারত অবস্থায় দুই পায়ের আঙুল মাটিতে বিছিয়ে রাখতে হয়। সেজদারত অবস্থায় কোনো এক মুহূর্তের জন্য হলেও এক পায়ের কিছু অংশ জমিনে থাকা জরুরি। আর যদি পূর্ণ সেজদায় উভয় পা জমিন থেকে পৃথক থাকে, অর্থাৎ সেজদার পুরো সময়ের মধ্যে কিছুক্ষণের জন্যও পায়ের কিছু অংশ জমিনে না লাগে তা হলে সেজদা সহিহ না হওয়ার কারণে নামাজ হবে না। সেই নামাজ দ্বিতীয়বার পড়তে হবে।


যদি সেজদারত অবস্থায় কিছু সময়ের জন্য জমিন থেকে উঠে যায় এবং ওঠার পরেই আবার জমিনের সঙ্গে মিলিয়ে দেয় তা হলে তাতে নামাজ ভঙ্গ হবে না। তবে মাকরু হবে। কেননা পূর্ণ সময় উভয় পা জমিনে রাখা এবং কিবলামুখী করে রাখা সুন্নতে মুয়াক্কাদা। (আদ-দুররুল মুখতার : ১৪৪৭; ফাতাওয়া তাতারখানিয়া : ১/৫০৬; আহসানুল ফাতাওয়া : ৩/৯৬)


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com