শিরোনাম
প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যের বক্তব্য ‌‍দায়িত্ব জ্ঞানহীন: ন্যাপ
প্রকাশ : ০৯ আগস্ট ২০১৯, ১৩:২৭
প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যের বক্তব্য ‌‍দায়িত্ব জ্ঞানহীন: ন্যাপ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশে প্রাণঘাতী ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে যখন হাজার হাজার মানুষ ধুঁকছে তখন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যের ‘দেশ উন্নত হচ্ছে বলেই বাংলাদেশে ডেঙ্গু রোগ দেখা দিয়েছে' এমন বক্তব্যকে দায়িত্ব জ্ঞানহীন বলে মন্তব্য করেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ।


শুক্রবার (৯ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এ কথা বলেন।


বিবৃতিতে তারা বলেন, দায় এড়াতে ডেঙ্গুকে যারা গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন, তারাই এখন ডেঙ্গুকে ভয়াবহ সংকট বলছেন। এখন তারাই আবার এটাকে বৈশ্বিক সমস্যা বলছেন কেউ কেউ।


এর মধ্যে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যের বক্তব্য ‌‍‘দেশ উন্নত হচ্ছে বলেই বাংলাদেশে ডেঙ্গু রোগ দেখা দিয়েছে' মন্তব্য কি দায় এড়ানোর চেষ্টা নয়? সরকারের জনগণের প্রতি। অন্যান্য দেশে কী হচ্ছে সেটা জানতে হবে, তাই বলে উদাহরণ দিয়ে দেশের জনগণকে রক্ষা করতে পারছেন কিনা সেই প্রশ্ন থেকে সরকার মুক্তি পাবে না। এ কারণে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সমন্বিতভাবে এগিয়ে আসতে হবে।


নেতারা মন্ত্রীদের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য পরিহার করে ডেঙ্গু রোগের ভয়াবহতা নিরসনে অবিলম্বে বিশেষজ্ঞ পর্যায়ে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।


তারা বলেন, ডেঙ্গু রোগ যে হারে বৃদ্ধি পাচ্ছে, তাতে সমগ্র দেশবাসীর সঙ্গে আমরাও গভীরভাবে উদ্বিগ্ন। সরকারি স্বাস্থ্য বুলেটিনে বলা হয়েছিল, মে মাস থেকে ডেঙ্গুর বিস্তার ঘটবে এবং প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে পরবর্তী মাসগুলোতে তা ভয়াবহ রূপ ধারণ করবে।


সম্প্রতি গবেষণায় বলা হয়েছে, ঢাকা ইজ সিটিং অন এ ডেঙ্গু টাইমবোম্ব। স্বাস্থ্যমন্ত্রী বলছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে। অথচ সরকারি তথ্যমতে ডেঙ্গু রোগীর সংখ্যা বর্তমানে ৩০ হাজারের ঊর্ধ্বে।


নেতারা বলেন, সংশ্লিষ্ট মন্ত্রী এবং মেয়রদের দায়িত্ব ছিল তড়িৎ গতিতে পদক্ষেপ গ্রহণ। কিন্তু বাস্তবে তা দেখা যায়নি। বরং জনগণ লক্ষ্য করেছে ওষুধে ভেজাল, ক্রয়ে দুর্নীতি এবং ফগার মেশিন স্প্রে করার পদ্ধতিগত ত্রুটি। এমনকি ফগারম্যানদের স্প্রে করার যথাযথ প্রশিক্ষণও নেই।


ডেঙ্গুর ব্যাপকতায় রোগীদের জন্য রক্তের চাহিদা বেড়েছে, ব্লাড ব্যাংকগুলোতে সংকট দেখা দিয়েছে। ডেঙ্গু শনাক্তকরণের কীটও চাহিদা মতো পাওয়া যায়নি। সমগ্র দেশে ডেঙ্গু রোগী ও ডেঙ্গু আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ জাতীয় দুর্যোগে যেখানে প্রয়োজন ছিল সমন্বিত জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও জনগণকে সম্পৃক্ত করা। কিন্তু সেই বাস্তব অবস্থা এখনো দৃশ্যমান নয়।



বিবার্তা/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com