শিরোনাম
এরশাদের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত
প্রকাশ : ১৫ জুলাই ২০১৯, ১১:২০
এরশাদের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে।


প্রতিকূল আবহাওয়ার মধ্যে সোমবার ১০টা ৫২ মিনিটে বিপুল সংখ্যক মুসল্লির উপস্থিতিতে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদের সংসদ সদস্য, মন্ত্রী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ পেশাজীবী মানুষ এতে অংশ নেন। উপস্থিত ছিলেন এরশাদের ছোট ভাই জিএম কাদের, মহাসচিব মসিউর রহমান রাঙ্গাসহ দলের নেতা-কর্মীরাও।


বেলা সাড়ে ১১টায় কাকরাইল জাতীয় পার্টির অফিসে নেয়ার কথা রয়েছে এরশাদের মরদেহ। সেখানে দলের নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ তাকে শ্রদ্ধা জানাবেন।


বাদ আসর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে তার তৃতীয় জানাজার নামাজ। রাতে সিএমএইচের হিমঘরে তার মরদেহ রাখা হবে।


মঙ্গলবার হেলিকপ্টারে সাবেক রাষ্ট্রপতি এরশাদের মরদেহ নেয়া হবে রংপুরে। রংপুরে জানাজা শেষে ঢাকায় সামরিক কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।


এর আগে রবিবার বাদ জোহর ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে এরশাদের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। রবিবার রাতে সিএমএইচ এর হিমঘরে রাখা হয় এরশাদের মরদেহ।


রবিবার সকাল ৭টা ৪৫ মিনিটে ঢাকা সেনানিবাসে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাতীয় পার্টির চেয়ারম্যান। তিনি মাইডোলিসপ্লাস্টিক সিনড্রোমে আক্রান্ত ছিলেন, রক্তে হিমোগ্লোবিনের স্বল্পতায়ও ভুগছিলেন।


বিবার্তা/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com