শিরোনাম
এরশাদকে দেখতে গেলেন পার্থ
প্রকাশ : ০৫ জুলাই ২০১৯, ২২:১৮
এরশাদকে দেখতে গেলেন পার্থ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) দেখতে গেছেন বাংলাদেশ জাতীয় পার্টি চেয়ারম্যান (বিজেপি) ও জাতীয় পার্টির সাবেক মন্ত্রী নাজিউর রহমান মঞ্জুর ছেলে আন্দালিভ রহমান পার্থ। এ সময় অসুস্থ এরশাদের সুস্থতার জন্য তিনি দোয়া কামনা করেন।


শুক্রবার রাত ৮টার দিকে সিএমএইচে গিয়ে তিনি সেখানে ৪০ মিনিট অবস্থান করেন।


এরশাদকে দেখে আসার পর আন্দালিভ রহমান পার্থ বলেন, বাংলাদেশের উন্নয়নে হুসেইন মুহম্মদ এরশাদের ব্যাপক ভূমিকা রয়েছে।ওনার শাসনামলে আমার বাবা এলজিআরডিমন্ত্রী ও ঢাকার মেয়র ছিলেন।এ কারণে সমগ্র বাংলাদেশের উন্নয়নের সঙ্গে ভোলার ব্যাপক উন্নয়ন সম্ভব হয়েছে।


ভোলা-১ আসনের সাবেক এমপি আন্দালিভ রহমান পার্থ বলেন, রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে তবে ওনার অবদান অস্বীকার্য।


বাবা নাজিউর রহমান মঞ্জুর রাজনীতির পেছনে এরশাদের অবদান রয়েছে উল্লেখ করে পার্থ বলেন, আমার বাবার রাজনীতির ওপর ভিত্তি করে আমাদের পরিবারের রাজনীতিতে আসা। এরশাদের এ অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।


বিবার্তা/জাহিদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com