শিরোনাম
কুমিল্লার এক মামলায় খালেদার ৬ মাসের জামিন
প্রকাশ : ০৬ মার্চ ২০১৯, ১১:৪৭
কুমিল্লার এক মামলায় খালেদার ৬ মাসের জামিন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

কুমিল্লার চৌদ্দগ্রামে দায়ের করা হত্যা মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ছয় মাসের জামিন দিয়েছে হাইকোর্ট।


বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মুজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেন। এর আগে মঙ্গলবার জামিন চেয়ে খালেদা জিয়ার আবেদনের শুনানি শেষ হওয়ার পর আদেশের জন্য বুধবার দিন ধার্য ছিল।


বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মুজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হয়। আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং খালেদা জিয়ার পক্ষে এ জে মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন।


২০১৫ সালের শুরুর দিকে ২০ দলীয় জোটের অবরোধ চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে দুষ্কৃতকারীদের ছোড়া পেট্রলবোমায় আইকন পরিবহনের একটি বাসের কয়েকজন যাত্রী অগ্নিদগ্ধ হয়ে মারা যান। আহত হন ২০ জন।


ওই ঘটনায় কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় এ হত্যা মামলা করা হয়। পরে এ মামলায় খালেদা জিয়াকে আসামি দেখানো হয়।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com