শিরোনাম
রাত ১০টার পর মিছিল-মিটিং নয়: ঢাবি ছাত্রলীগ
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ১১:২১
রাত ১০টার পর মিছিল-মিটিং নয়: ঢাবি ছাত্রলীগ
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সাংগঠনিক কর্মসূচি ও দলীয় সিদ্ধান্ত ছাড়া রাত ১০টার পর মিছিল-মিটিং না করার জন্য নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।


সোমবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশ দেয়া হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাবি ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ উন্নত রাখা, শিক্ষার্থীদের সত্য-সুন্দর-ন্যায়বোধের তারুণ্য উদযাপনের পরিসর বির্নিমানকেই প্রধানতম অগ্রাধিকার মনে করে।


বিজ্ঞপ্তিতে নেতা-কর্মীদের উদ্দেশে বলা হয়, গৎবাধা কর্মসূচির চেয়ে সাংস্কৃতিক জাগরণের মধ্য দিয়ে আর্দশিক সংগ্রামকে বেগবান করতে হবে। যখন-তখন মিছিল-মিটিং আামাদের প্রত্যাশার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামকে ক্ষুণ্ন করবে। তাই সাংগঠনিক কর্মসূচি ও দলীয় সিদ্ধান্ত ছাড়া রাত ১০টার পর মিছিল-মিটিং না করার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেয়া হল। একই সঙ্গে ক্যাম্পাসে আগত নবীন শিক্ষার্থীদের যেকোনো সংকটে দলীয় নেতাকর্মীদের পাশে থাকার আহ্বান জানান তারা।


বিবার্তা/রাসেল/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com