সালাউদ্দিনকে নিয়ে 'মানহানিকর' বক্তব্য, ভাঙা হলো এনসিপির মঞ্চ
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ১৯:৩৯
সালাউদ্দিনকে নিয়ে 'মানহানিকর' বক্তব্য, ভাঙা হলো এনসিপির মঞ্চ
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর দেওয়া বক্তব্যকে অরুচিকর ও মানহানিকর বলে উল্লেখ করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। এতে ক্ষুব্ধ হয়ে চকরিয়াতে এনসিপির মঞ্চ ভাঙচুর করেন তারা।


শনিবার (১৯ জুলাই) বিকেলে পাটোয়ারীর বক্তব্যের প্রতিবাদে কক্সবাজারে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা।


এদিকে চকরিয়ার ফাঁসিয়াখালী সেনা ক্যাম্পে নেওয়া হয়েছে এনসিপির নেতাদের।


কক্সবাজার জেলা মহিলা দল নেত্রী নাছিমা আক্তার বকুল বলেন, সালাহউদ্দিন আহমদ শুধুই নেতা নন, তিনি একজন মৃত্যুঞ্জয়ী বীর। তিনি জাতীয় সম্পদ। তিনি দেশের জন্য, জাতীয়তাবাদী রাজনীতির জন্য নিজের জীবনের পরোয়া করেননি। তিনি একজন দেশপ্রেমিক বলেই তাকে গুমের শিকার হতে হয়েছে। ফ্যাসিস্ট হাসিনা সরকার সালাহউদ্দিন আহমদকে এই দুনিয়া থেকে সরিয়ে দিতে চেয়েছে।


তিনি বলেন, এমন একজন জাতীয় নেতাকে নিয়ে, আমাদের কক্সবাজারে গর্বের মানুষকে নিয়ে অন্য কোনো রাজনৈতিক দলের কোনো নেতাকর্মী এমন কুরুচিপূর্ণ বক্তব্য দিতে পারেন না। এ ধরনের মিথ্যা, বানোয়াট ও শিষ্টাচার বর্জিত বক্তব্য জাতির ঐকবদ্ধ অগ্রযাত্রায় ফাটল ও পালিয়ে যাওয়া দোসরদের সংগঠিত হতে সহায়ক হবে।


এর আগে দুপুরে কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে পথসভা করে এনসিপি। সেখানে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ এনসিপির একাধিক কেন্দ্রীয় নেতা বক্তব্য দেন। তিনি বলেন, এখন শুনছি কক্সবাজারে নব্য গডফাদার শিলং থেকে এসেছেন। তিনি ঘের দখল করছেন, মানুষের জায়গা জমি দখল করছেন, চাঁদাবাজি করছেন।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com