'মানুষের ভোটের ক্ষমতা মানুষকে ফিরিয়ে দিন'
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ১৫:৫৩
'মানুষের ভোটের ক্ষমতা মানুষকে ফিরিয়ে দিন'
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, মানুষের ভোটের ক্ষমতা মানুষকে ফিরিয়ে দিন। মানুষ যাকে ভোট দেবে সে-ই সরকার গঠন করবে, মানুষ যাকে ভোট দেবে সে-ই প্রধানমন্ত্রী হবে। মানুষ যাকে ভোট দেবে সে-ই এমপি হবে।


শুক্রবার (১৮ জুলাই) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান শোক ও বিজয় বর্ষপূতি পালনে কালো ব্যাজ ধারণ, মৌন মিছিল শেষে উপজেলা পরিষদের সামনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।


এ সময় তিনি বলেন, অনেক টালবাহানা আপনারা করছেন। আর টালবাহানা করবেন না। আশা করছি আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ একটা নির্বাচন হবে এবং ইনশাআল্লাহ এই নির্বাচনে বিএনপি, বিএনপির নেতাকর্মী ও সমর্থক সকলের ভালোবাসায় নিয়ে সরকার গঠন করবে ইনশাল্লাহ।


রুমিন ফারহানা বলেন, আমরা ঐক্যবদ্ধ ছিলাম, কারও প্রলোভনে পা দেয়নি। আমরা পরিচয় লুকিয়ে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে রাজনীতি করি নাই।


তিনি বলেন, গত ১৫ বছর যারা আঁতাতের রাজনীতি করেছেন, ছাত্রলীগ-যুবলীগের পদে ঢুকে চামড়া বাঁচিয়েছে; তারা যেন তারেক রাহমানকে নিয়ে কটূক্তি করার কোনো সাহস না পায়। বিএনপি গণমানুষের দল, বিএনপি দেশনেত্রী খালেদা জিয়ার দল। বিএনপি আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের দল।


বিএনপির এ নেত্রী আরও বলেন, এই দলকে যদি আপনারা মনে করেন আটকে রাখতে পারবেন, তাহলে জীবনের সবচেয়ে বড় ভুল চিন্তা করতেছেন। শেখ হাসিনা পারে নাই। শত-শত গুম, হাজার-হাজার হত্যা, লাখ-লাখ মামলা দিয়েও আমাদের ঘরে আটকে রাখতে পারে নাই।


বিবার্তা/আকঞ্জি/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com