নতুন করে ঢেলে সাজাতে হবে পুলিশ : রিজভী
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫, ২১:২১
নতুন করে ঢেলে সাজাতে হবে পুলিশ : রিজভী
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, যে যন্ত্রপাতি দিয়ে শেখ হাসিনা ফ্যাসিবাদ তৈরি করেছে, সেই যন্ত্রপাতি অর্থ্যাৎ আইনশৃঙ্খলা বাহিনীকে সংস্কার করতে হবে। যেই হোক না কেন কথায় কথায় যেন গুলি না করে। জনতার মিছিল, মানুষের মিছিল নানা কারণে হতে পারে, সেখানে নানা পদ্ধতি আছে। টিয়ারগ্যাস ও লাঠিচার্জ করতে পারে।


রবিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জিয়া স্মৃতি পাঠাগারের এক যুগপূর্তি উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা, পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


রুহুল কবির রিজভী বলেন, নতুন করে ঢেলে সাজাতে হবে পুলিশ। তাহলেই হবে সবচেয়ে বড় সংস্কার। আর সংস্কার মানুষের আহারের নিশ্চয়তা দিতে হবে এবং বিচার বিভাগের সত্যিকারের স্বাধীনতা দিতে হবে। একজন মানুষ যদি নির্যাতিত হয়, তাহলে আদালতে গিয়ে যেন ন্যায়বিচার পায়।


অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, এখন নির্বিঘ্নে যাতায়াত করতে পারি। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে মাথায় রাখতে হবে, আপনার সংস্কার করুন, এমনভাবে সংস্কার করুন যাতে আর কোনো দিন ফ্যাসিবাদের উত্থান না হয়। সেই ধরণের একটা দৃষ্টান্ত স্থাপন করুন। তা না হতলে তো নানাভাবে তারা মাথা চাড়া দেবে। এখনো চালের দাম কমেনি, চালের বাজার কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছেন না। হয়তো সবজির দামটা কিছুটা কমেছে।


রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারকে বলি আর যেন কোনো আয়নাঘর না হয়, আপনার এখনো সেই ব্যবস্থা নেননি কেন? চালের দামও আপনাকে কমাতে হবে, আপনি জুলাই ঘোষণার কথা বলবেন, আপনি অনেক সংস্কারের কথা বলবেন, কিন্তু মানুষের পেটে ক্ষুধা থাকবে তখন ওরা ওই ঘোষণা কিছুই শুনবে না। আপনাকে এটাও করতে হবে, বাজার নিয়ন্ত্রণ করতে হবে, সিন্ডিকেট ভাঙতে হবে, অপরাধীদেরকে ধরতে হবে, তাদের আইনের আওতায় আনতে হবে এবং সমাজের মধ্যে একটি শৃঙ্খলা আনতে হবে। মানুষ যাতে কমপক্ষে মোটা চাল ও মোটা কাপড় পড়ে জীবন ধারণ করতে পারে। আর এটাই জিয়াউর রহমান নিশ্চিত করেছিলেন, এটাই তার শ্রেষ্ঠ অর্জন ছিল।


মানিকগঞ্জ জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি ডা. মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর গোলাম হাফিজ কেনেডি প্রমুখ।


বিবারতা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com