'লেখাপড়া না করে দেশ চালাতে গেলে আ.লীগের মতো ভুল করবে'
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৫, ২২:৩৯
'লেখাপড়া না করে দেশ চালাতে গেলে আ.লীগের মতো ভুল করবে'
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

লেখাপড়া না করে দেশ শাসন করতে গেলে আওয়ামী লীগ যে ভুল করেছে আবার সেই ধরনের ভুল করার আশঙ্কা থেকে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.আব্দুল মঈন খান।


বুধবার (১ জানুয়ারি) বিকেলে নরসিংদীর পলাশে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রদের উদ্দেশ্যে এ মন্তব্য করেন তিনি।


তিনি বলেন, ছাত্ররা ক্লাসে ফিরে যাও, লেখাপড়া না করলে সুনাগরিক হতে পারবে না। তোমাদের জন্য আগামী ভবিষ্যৎ ও আগামীর পৃথিবী উন্মুক্ত হয়ে আছে।


ড. মঈন খান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা নতুন করে শপথ গ্রহণ কর, এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে হবে। ৫আগস্ট আমরা যে সংগ্রাম করেছিলাম সেই সংগ্রামের মাত্র প্রথম অধ্যায় শেষ হয়েছে। সংগ্রামের দ্বিতীয় অধ্যায় হচ্ছে আমরা এ দেশে নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করবো।


তিনি বলেন, সংগ্রামের সর্বশেষ অধ্যায় হবে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তিনশত জনপ্রতিনিধি আমরা সংসদে পাঠাবো। তারা জনগণের ভোটে জনপ্রতিনিধি হয়ে আইনের শাসন বাংলাদেশে কায়েম করবে। বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে নিয়ে আসবে। এদেশ পুনরায় একটি গণতান্ত্রিক দেশ হিসেবে নতুন করে গড়ে উঠবে। যেই গণতান্ত্রিক দেশ গড়ার জন্য ১৯৭১ সালে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল
তিনি বলেন, তোমাদের প্রত্যেককে বলবো তোমরা ক্লাসে ফিরে যাও। তোমাদের চিন্তিত হওয়ার কোন কারণ নেই। আগামীর ভবিষ্যৎ, আগামীর পৃথিবী তোমাদের সামনে উন্মুক্ত হয়ে আছে। এদেশ তোমরাই পরিচালনা করবে, এদেশ তোমরাই শাসন করবে। এদেশের মানুষ তোমাদেরই ভোট দিবে। তোমরা মাঝপথে এসে লেখা পড়া বিসর্জন দিতে পারো না। তোমরা ক্লাস রুমে ফিরে গিয়ে লেখাপড়া সম্পূর্ণ করে আবার তোমরা জনগণের মাঝে ফিরে আসবে জনগণ তখন তোমাদের বুকে জড়িয়ে নিবে এবং এদেশের মানুষ তোমাদের ভোটের মাধ্যমে দেশ পরিচালনার দায়িত্ব দিবে।


পলাশ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিলিনিয়াম বিশ্ববিদ্যালয়ের চেয়ারপার্সন বোর্ড অব ট্রাস্টি এডভোকেট রোকসানা খন্দকার। এর আগে বিকেল ৩ টায় পলাশ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার মাঠ থেকে পলাশ উপজেলা ছাত্রদল বিশাল এক র‌্যালি বের করা হয়। পরে র‌্যালিটি পলাশ কোওপারেটিভ মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় পলাশ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/কামরুল/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com