
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ড. ইউনূসের নেতৃত্বধীন সরকার মানুষের কাছে আরও বেশি আস্থার জায়গায় প্রসারিত হতে পারত, যদি তারা দ্রুততম সময়ের মধ্যে অবাধ-সুষ্ঠু নির্বাচন করত।
তিনি বলেন, নির্বাচনের বিষয়ে কোনো-কোনো উপদেষ্টা বলছেন এতো তাড়া কিসের? এতো তাড়া তো না, শেখ হাসিনা অনেক লম্বা করেছেন, ১৫ বছর লাগিয়েছেন। আপনারা (অন্তর্বর্তী সরকার) যদি আরও সময় যোগ করতে চান, তাহলে মানুষের মধ্যে প্রশ্ন তো দেখা দেবেই। পার্থক্যটা কোথায়? অন্তবর্তীকালীন সরকারের প্রতি দেশবাসীর অনেক প্রত্যাশা। আমরা আশা করি এ সরকার আওয়ামী সরকারের পুনরাবৃত্তি করবে না।
সোমবার (২৩ ডিসেম্বর) নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিচে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় মুক্তিযোদ্ধা দল আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।
বিএনপির সিনিয়র এ নেতা বলেন, অনেকে বলছেন বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। ভোট তো হবে অবাধ, সুষ্ঠু নির্বাচনে। সেখানে কে ক্ষমতায় আসবে সেটা তো বলা মুশকিল। এটা তো বিএনপির একার বিষয় না।
বিএনপির এই নেতা বলেন, এখন কোথাও গেলে আগের মতো ভয় লাগে না। আগে কোথাও গেলে নিচে মাইক্রোবাস দাঁড়িয়ে আছে কিনা তা দেখতাম, তারপর নামতাম। এই ভীতি এবং আতঙ্কের পরিবেশ ছিল, সেখান থেকে আমরা মুক্তি পেয়েছি।
রিজভী বলেন, অন্যায়ের প্রতিবাদ করতে জানা, অনিয়মকে না বলাই বড় সংস্কার। সরকার প্রধান যদি কাউকে অন্যায়ভাবে জেল দিতে বলেন, সাজা দিতে বলেন আর বিচারক যদি না বলেন, এটিই সংস্কার। ডিসি-এসপিরা যদি মন্ত্রী-এমপির অন্যায় আদেশ না শুনে সঠিক পথে কাজ করে এটিই সংস্কার। যেটি শেখ হাসিনার আমলে হয়নি। খালেদা জিয়াকে অন্যায়ভাবে নিম্ন আদালত ৫ বছর সাজা দিলো, উচ্চ আদালত তা ১০ বছর করল। নিম্ন আদালতে যে ৫ বছর সাজা দিলো তাকে পদোন্নতি দেওয়া হলো, আবার যে বিচারপতি ১০ বছরের সাজা দিলো তাকে আপিল বিভাগের বিচারপতি করে পুরস্কৃত করা হয়েছিল। আর যে বিচারক একটি মিথ্যা মামলায় তারেক রহমানকে খালাস দিয়েছে তাকে দেশ ছাড়া করেছে।
মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জয়নুল আবেদীন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু প্রমুখ।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]