
এক বিবৃতিতে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বাংলাদেশ গণমুক্তি পার্টির আহ্বায়ক এম এ আলীম সরকার বলেছেন, ১৯৭১ সালে ৯ মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে লাখো শহীদের ও মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠা লাভ করেছে।
তিনি বলেন, ভারত মুক্তিযুদ্ধে আমাদের সহযোগিতা করেছে, তার জন্য আমরা কৃতজ্ঞ। কিন্তু চলমান সময়ে মহান বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৬ই ডিসেম্বর বিজয় দিবসকে ভারতের বিজয় বলে যে বক্তব্য দিয়েছেন তা বাংলাদেশের স্বাধীন-সার্বভৌমত্ববিরোধী।
আমরা বাংলাদেশ গণমুক্তি পার্টির পক্ষ থেকে নরেন্দ্র মোদির বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা নরেন্দ্র মোদিকে বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চেয়ে উক্ত বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]