
মহান বিজয় দিবস উপলক্ষ্যে আগামীকাল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনসহ সারাদেশে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। দেশের সব সাংগঠনিক জেলা, উপজেলা পর্যায়ে বিজয় শোভাযাত্রা করার ঘোষণাও দিয়েছে দলটি।
রবিবার (১৫ ডিসেম্বর) দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এ বার্তা দেওয়া হয়েছে।
ঘোষিত কর্মসূচি হিসেবে বলা হয়েছে-
১) সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন।
২) ধানমন্ডির ৩২ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন।
৩) গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় চিরনিদ্রায় শায়িত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন।
৪) মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা।
৫) সাংগঠনিক জেলা ও উপজেলা পর্যায়ে মহান বিজয়ের মাসের যে কোনো উপযোগী দিনে বিজয় শোভাযাত্রা ও বিজয় মেলার আয়োজন।
এ ছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে সাংগঠনিক জেলা ও উপজেলা পর্যায়ে অনুরূপ কর্মসূচি পালনের আহ্বান জানানো যাচ্ছে।
এ ছাড়া আওয়ামী লীগের ফেসবুক পেজে বলা হয়- ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। বাঙালি জাতির আত্মগৌরবের দিন। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ও আওয়ামী লীগের নেতৃত্বাধীন নির্বাচিত সরকারের অধীনে পরিচালিত দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জনের মধ্য দিয়ে বিশ্ব মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের। ৩০ লাখ শহীদের আত্মদান আর ২ লক্ষ মা-বোনের ত্যাগ-তিতিক্ষা এবং কোটি বাঙালির আত্মনিবেদন ও গৌরবগাথা গণবীরত্বে পরাধীনতার অভিশাপ থেকে মুক্তি পায় বাঙালি জাতি।
উল্লেখ, ১৪ ডিসেম্বর (শনিবার) শহীদ বুদ্ধিজীবী দিবসে আওয়ামী লীগের ব্যানারে কোনো কর্মসূচি পালন করতে দেখা যায়নি।
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]