গৌরীপু‌রে শেখ হাসিনা-রেহানাসহ ৯৮ জনের বিরুদ্ধে মামলা
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৪, ১৮:২৯
গৌরীপু‌রে শেখ হাসিনা-রেহানাসহ ৯৮ জনের বিরুদ্ধে মামলা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের গৌরীপুর উপজেলার কলতাপাড়া বাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৩ জন নিহতের ঘটনায় শেখ হাসিনা-রেহানাসহ ৯৮ জনের নামে মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাত আরও ২০০/৩০০ জনকে আসামি করা হয়েছে।


উপ‌জেলার ডৌহাখলা ইউ‌নিয়‌নের চুড়ালী গ্রা‌মের সেকান্দর আলীর ছেলে কৃষক দ‌লের নেতা আবুল কা‌শেম বাদী হয়ে মঙ্গলবার (২৭ আগস্ট) দুপু‌রে ময়মনসিংহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গৌরীপুর আমলী আটদালতে এ মামলা দায়ের করা হয়।


মামলা সূ‌ত্রে জানা যায়, মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ হাসিনার বোন শেখ রেহানা, সাবেক সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ময়মন‌সিংহ-৩ (‌গৌরীপুর) আস‌নের সা‌বেক সংসদ সদস‌্য নিলুফার আঞ্জুম প‌পি, ময়মন‌সিংহ-৪ (সদর) আস‌নের সা‌বেক সংসদ সদস‌্য ও সি‌টি আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক মো‌হিতুর রহমান শান্ত, গৌরীপুর উপ‌জেলা আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক, সাবেক উপ‌জেলা চেয়ারম‌্যান সোমনাথ সাহা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপ‌জেলা চেয়ারম‌্যান মোফাজ্জল হোসেন খান, পৌর আওয়ামী লী‌গের সভাপ‌তি পৌর মেয়র সৈয়দ র‌ফিকুল ইসলাম, সা‌বেক মেয়র মো: শ‌ফিকুল ইসলাম হ‌বি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রাজীব, পৌর যুবলীগের সভাপতি মেহেদী হাসান মিথুন, উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি রাফজান জনি অভি, সাবেক সহসভাপতি নাজিমুল ইসলাম শুভ , বোকাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মুক্তাদির শাহিন, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক তমাল পাঠান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক ওমর ফারুক স্বাধীন , পৌর যুবলীগের সদস্য সৈয়দ জুয়েল , সৈয়দ রাসেল সহ উপ‌জেলা আওয়ামী লী‌গের সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের ৯৮ জ‌নের নাম উল্লেখ ক‌রা হয়। মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে ২০০ থেকে ৩০০ জন।


আদালত সূ‌ত্রে জানা গে‌ছে, এই বিষ‌য়ে কোনো ময়নাতদ‌ন্তের রি‌পোর্ট ও অপমৃত‌্যুর কোনো মামলা হ‌য়ে‌ছে কিনা তা আগামী ৩ সে‌প্টেম্বরে ম‌ধ্যে প্রতি‌বেদন দা‌খি‌লের জন‌্য ৪ নম্বর আমলী আদাল‌তের বিচারক আসমা সুলতানা গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কে নির্দেশ দেন।


উল্লেখ‌্য, গত ২০ জুলাই ময়মন‌সিংহ-‌কি‌শোরগঞ্জ মহাসড়‌কের কলতাপাড়া বাজা‌রে ছাত্র-জনতার মি‌ছি‌লে এলোপাথাড়ি গুলিতে ডৌহাখলা ইউনিয়নের চুড়ালী গ্রামের বিপ্লব হাসান, মইলাকান্দা ইউনিয়নের পূর্বকাউরাট গ্রামের জোবায়ের আহম্মেদ ও রামগোপালপুর ইউনিয়নের দামগাঁও গ্রামের নুরে আলম সিদ্দিকী রাকিব নামের তিনজন নিহত হন। এ ঘটনায় পু‌লিশসহ অন্তত ৫০ জন আহত হন।


বিবার্তা/হুমায়ুন/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com