বেকারত্ব দূর করতে প্রধানমন্ত্রী আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন : ধর্মমন্ত্রী
প্রকাশ : ০৮ জুলাই ২০২৪, ১৪:১৩
বেকারত্ব দূর করতে প্রধানমন্ত্রী আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন : ধর্মমন্ত্রী
জামালপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ধর্মমন্ত্রী আলহাজ ফরিদুল হক খান দুলাল এমপি বলেছেন, অর্থনীতি মুক্তির জন্য,বেকারত্ব দূর করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। স্মার্ট বাংলাদেশ গঠনে সরকার যুবকদের কম্পিউটার প্রশিক্ষণ, বিদ্যালয় গুলোতে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপনসহ নানামুখী প্রদক্ষেপ নিয়েছেন। প্রধানমন্ত্রী মনে করেন কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে উদ্যোক্তা হয়ে প্রশিক্ষণার্থীরা নিজেরাই উদ্যোক্তা তৈরিতে এগিয়ে আসুক।


তিনি আরো বলেন, ইসলামপুর উপজেলায় শিগ্রই শেখ কামাল আইসিটি ইনিস্টিটিউট এন্ড ট্রেনিং সেন্টার ও টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ তৈরি হচ্ছে। যেখান থেকে শিক্ষার্থীরা লেখাপড়া করে নিজেরা স্বাবলম্বী ও বিদেশে চাকুরি পাবে।


ধর্মমন্ত্রী আলহাজ ফরিদুল হক খান দুলাল এমপি ইসলামপুর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজড ইয়ং পিপুল অব বাংলাদেশ (টেকার ২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় আইসিটি ট্রেনিং" ভ্যানের মাধ্যমে দুই মাস মেয়াদী কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণের প্রশিক্ষনার্থীদের সাথে মতবিনিয়োগ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।


ইউএনও সিরাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা মতবিনিময় সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান আ. ছালাম, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক বিএসসি ও আবিদা সুলতানা যুথী ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলামসহ অনেকেই উপস্থিত ছিলেন।


বিবার্তা/ওসমান/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com