
হৃদযন্ত্রে পেসমেকার বসানোর প্রায় একদিন পর এভারকেয়ার হাসপাতালের সিসিইউ থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।
২৪ জুন, সোমবার বিকেল সাড়ে ৪টায় তাকে সিসিইউর সুবিধা সম্বলিত কেবিনে নেওয়া হয়েছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান একথা জানিয়েছেন।
শায়রুল জানান, মেডিকেল বোর্ডের পরামর্শে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালের সিসিইউ সুবিধা সম্বলিত কেবিনে নেওয়া হয়েছে।
গত শুক্রবার রাতে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলে বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে সিসিইউতে রেখে মেডিকেল বোর্ডের চিকিৎসকরা চিকিৎসা দিয়ে আসছিলেন। এরমধ্যে রবিবার রাতে তার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]