নোয়াম চমস্কির মৃত্যুতে জাসদের শোক
প্রকাশ : ১৪ জুন ২০২৪, ২১:১২
নোয়াম চমস্কির মৃত্যুতে জাসদের শোক
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

প্রখ্যাত দার্শনিক নোয়াম চমস্কির মৃত্যুতে জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ শোক প্রকাশ করেছে।


১৪ জুন, শুক্রবার জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এক শোকবার্তায় প্রখ্যাত প্রতিস্পর্ধী চিন্তক ও দার্শনিক, ভাষাতত্ত্ববিদ, সাম্রাজ্যবাদ, ফ্যাসিবাদ, কর্তৃত্ববাদ, পুঁজিবাদী নয়া উদারবাদ, পুনঃঔপনিবেশিকরণ বিরোধী বৈশ্বিক প্রতিবাদী সামাজিক আন্দোলনের সাথী নোয়াম চমস্কির মৃত্যুতে জাসদ গভীর শোক প্রকাশ করেছে।


নেতৃবৃন্দ বলেন, নোয়াম চমস্কির মৃত্যুতে সোভিয়েত ইউনিয়ন ও পূর্ব ইউরোপের দেশগুলিতে সমাজতান্ত্রিক ব্যবস্থার বিপর্যয় ও তার অভিঘাত হিসাবে ইউরোপীয় সমাজতন্ত্র ও সোশ্যাল ডেমোক্রেসির বিপর্যয়ের পর ‘পুঁজিবাদই ইতিহাসের শেষ কথা’ বলে মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদী এককত্ববাদের যে উত্থান হয়েছে তার বিরুদ্ধে বৈশ্বিক চিন্তা ও তৎপরতায় এবং সামাজিক আন্দোলনে অপূরণীয় ক্ষতি ও শূন্যতা তৈরি হলো।


বিবার্তা/রোমেল/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com