সাবেক ছাত্রনেতা শফি আহমেদ আর নেই
প্রকাশ : ০৩ জুন ২০২৪, ২০:১১
সাবেক ছাত্রনেতা শফি আহমেদ আর নেই
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

৯০-এর গণ-আন্দোলনের তুখোড় ছাত্রনেতা শফি আহমেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।


৩ জুন, সোমবার ঘুমের মধ্যে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।


জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহহিল কাইয়ূম গণমাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।


তিনি জানান, সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঘুমের মধ্যে হৃদ্‌রোগে আক্রান্ত হন শফি আহমেদ। পরে উত্তরার একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


৮০ দশকের ছাত্রনেতা ও স্বৈরাচারবিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন শফি আহমেদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন।


শফী আহমেদ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপ কমিটির সাবেক সদস্য ছিলেন। ২০০৭ সালের বাতিল হওয়া নির্বাচনে নেত্রকোণা-৪ আসনে নৌকার মনোনয়ন পেয়েছিলেন শফি। কিন্তু, সেবার নির্বাচন না হওয়ায় তার আর ভোট করা হয়নি।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com