রাজনীতি
বিদেশী সংস্থাগুলো বাংলাদেশের দণ্ডিত অপরাধী ও চিহ্নিত সন্ত্রাসীদের পক্ষে ওকালতি করছে: ইনু
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৩, ১৬:১৫
বিদেশী সংস্থাগুলো বাংলাদেশের দণ্ডিত অপরাধী ও চিহ্নিত সন্ত্রাসীদের পক্ষে ওকালতি করছে: ইনু
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মানবধিকারের নামে বিদেশী বিশ্ব সংস্থাগুলো বাংলাদেশের দণ্ডিত অপরাধী ও চিহ্নিত সন্ত্রাসীদের পক্ষে যে ভাষায় ওকালতি শুরু করেছে তা বিশ্ব সংস্থার মর্যাদা ক্ষুন্ন করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।


বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলাতে বিদেশী সংস্থার প্রতি আহবান জানান তিনি।


৯ নভেম্বর, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের ২ কোটি ৭৪ লাখ টাকা ব্যয়ে নতুন চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন।


এসময় জাসদ জেলা জাসদের সভাপতি গোলাম মহাসিন, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য আহম্মদ আলীসহ স্থানীয় জাসদ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


হাসানুল হক ইনু বলেন, ইসরাইলের আক্রমণে গাজায় যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে সেটা বাঁচানোর চেষ্টা না করে বাংলাদেশের দণ্ডিত অপরাধীদের পক্ষে ওকালতি করা অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল বলে মন্তব্য করেন হাসানুল হক
ইনু।


বিবার্তা/শরীফুল/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com