রাজনীতি
খালেদা জিয়াকে সদস্য করে বগুড়া জেলা বিএনপির কমিটি
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩, ২১:১২
খালেদা জিয়াকে সদস্য করে বগুড়া জেলা বিএনপির কমিটি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

মোহাম্মদ রেজাউল করিম বাদশাকে সভাপতি এবং মোহাম্মদ আলী আজগর তালুকদার হেনাকে সাধারণ সম্পাদক করে বগুড়া জেলা বিএনপির ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদিত হয়েছে। এছাড়া উক্ত কমিটিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এক নম্বর সদস্য করা হয়েছে।


বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ রোববার এ তথ্য জানানো হয়।


পূর্ণাঙ্গ কমিটির অন্যরা হলেন- সভাপতি মোহাম্মদ রেজাউল করিম বাদশা, সহসভাপতি এ কে এম আহসান উল তৈয়ব জাকির, মিসেস লাভলী রহমান, এম আর ইসলাম স্বাধীন, অ্যাডভোকেট মোহাম্মদ হামিদুল হক চৌধুরী হিরু, মোহাম্মদ মোরশেদ মিল্টন, মাফ্তুন আহমেদ খান রুবেল, মীর শাহে আলম, মোহাম্মদ আব্দুল মহিত তালুকদার, অ্যাডভোকেট আব্দুল বাসেত, মোহাম্মদ ফরিদুর রহমান ফরিদ, অ্যাডভোকেট নুরে আজম বাবু, ফজলুর রহমান খোকন।


সাধারণ সম্পাদক- মোহাম্মদ আলী আজগর তালুকদার হেনা, যুগ্ম সম্পাদক- মোহাম্মদ মোশারফ হোসেন (সাবেক এমপি), এ কে এম তৌহিদুল আলম মামুন, শেখ তাহাউদ্দিন নাহিন, মোহাম্মদ মনিরুজ্জামান মনি, মোহাম্মদ রফিকুল ইসলাম মিন্টু, অ্যাডভোকেট নাজমুল হুদা পপন, মোহাম্মদ এনামুল হক শাহীন, মোহাম্মদ এনামুল হক নতুন, মোহাম্মদ আলাউদ্দিন সরকার, মোহাম্মদ জিয়াউল হক লিপন।


কোষাধ্যক্ষ- মোহাম্মদ শাহাদত হোসেন। সাংগঠনিক সম্পাদক- মোহাম্মদ শহিদ-উন-নবী সালাম, কে এম খায়রুল বাশার ও মোহাম্মদ জাহিদুল ইসলাম হেলাল। দপ্তর সম্পাদক অ্যাডভোকেট কে এম হুমায়ুন কবির, প্রচার সম্পাদক মোহাম্মদ মশিউর রহমান শামীম, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল মালেক, প্রকাশনাবিষয়ক সম্পাদক মোহাম্মদ রুস্তম আলী (কাউন্সিলর), আইনবিষয়ক সম্পাদক সৈয়দ জহুরুল আলম, মহিলাবিষয়ক সম্পাদক নাজমা আকতার, যুব ও ছাত্রবিষয়ক সম্পাদকের পদ ফাঁকা আছে।


শ্রমবিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, কৃষিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাইফুল ইসলাম রনি, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মোহাম্মদ সরকার মুকুল, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক মোহাম্মদ সাজেদুল হক মটু, মানবাধিকারবিষয়ক সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম (মেয়র), স্বাস্থ্য ও পরিবার কল্যাণবিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ ইউনুস আলী, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান মিজান, অর্থনৈতিকবিষয়ক সম্পাদক মোহাম্মদ এনামুল হক সুমন (কাউন্সিলর), ধর্মবিষয়ক সম্পাদক মোহাম্মদ জহুরুল ইসলাম ডালু প্রমুখ।


বিবার্তা/এমই/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com