রাজনীতি
নির্বাচনের বাইরে যে কোন রাজনৈতিক ফর্মুলা দেশের গণতন্ত্র ও সংবিধান বানচালের চক্রান্ত
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৩, ১৫:৪৬
নির্বাচনের বাইরে যে কোন রাজনৈতিক ফর্মুলা দেশের গণতন্ত্র ও সংবিধান বানচালের চক্রান্ত
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

এক এগারোর যে রাজনৈতিক দুষ্কর্ম বাংলাদেশে ঘটেছে তার পুনরাবৃত্তি করার জন্য যারা অস্বাভাবিক সরকারের প্রস্তব নিয়ে নাড়াচাড়া করছেন তাদের দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।


১৭ এপ্রিল, সোমবার বেলা ১১টায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের বেলগাছি গ্রামে আগুনে পোড়া ঘর-বাড়ি, পানের বরজ ও ফসলি জমির ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সহয়তা প্রদানকালে এসব কথা বলেন।


এসময় মিরপুর থানার ওসি রাশেদুল ইসলাম, জেলা জাসদ নেতা আহম্মদ আলী ও কারশেদ আলমসহ স্থানীয় জাসদ নেতৃবৃন্দ ও আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।


হাসানুল হক ইনু আরো বলেন, নির্বাচনের বাইরে যে কোন রাজনৈতিক ফর্মুলা বাংলাদেশের গণতন্ত্র ও সংবিধান বানচালের চক্রান্ত।


বিবার্তা/শরীফুল/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com