সরকারের অপশাসনের বিরুদ্ধে রাজপথে নেমেছে মানুষ: জাফরুল্লাহ
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৩, ১৭:৫৯
সরকারের অপশাসনের বিরুদ্ধে রাজপথে নেমেছে মানুষ: জাফরুল্লাহ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশের মানুষ সরকারের অপশাসনের বিরুদ্ধে রাজপথে নেমেছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।


শুক্রবার (৭ জানুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দশম কংগ্রেসের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন তিনি।


জনগণের ঐক্যই সরকারকে পিছু হটতে বাধ্য করবে মন্তব্য করে জাফরুল্লাহ চৌধুরী বলেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মতো লড়াকু দল আছে বলেই এখনও আশা আছে, ভরসা আছে। তাদের জানবাজি লড়াইয়ের মাধ্যমে দুঃসময়কে আমরা অতিক্রম করব। সমাজতন্ত্র ছাড়া দেশ ও জনগণের মুক্তি নেই। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এ সংগ্রামে নেতৃত্ব দেবে।


পরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, সবার ঐক্যের মাধ্যমে যে আন্দোলন গড়ে উঠবে, তাতে এই সরকারের বিদায় হবে। আগামীতে যুগপৎ অবস্থান কর্মসূচি হবে ঐতিহাসিক প্রতিবাদ।


অনুষ্ঠানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভারতের কমিউনিস্ট পার্টি (এম-এল) লিবারেশনের পলিটব্যুরো সদস্য কার্তিক পাল, নেপালের কমিউনিস্ট পার্টি ইউএমএলের সিনিয়র ভাইস চেয়ারম্যান ঈশ্বর পোখরেল প্রমুখ বক্তব্য রাখেন।


বিবার্তা/কিরণ/এমএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com